#কলকাতা: বড়দিন ও নববর্ষ উপলক্ষে বুধবার রাত থেকেই পার্ক স্ট্রিট চত্বরে নিরাপত্তায় বাড়তি নজর দিয়েছে কলকাতা পুলিশ। বড়দিনের আগেরদিন অর্থাৎ বৃহস্পতিবারও পার্কস্ট্রিট চত্বরে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য আসতে চলেছেন বহু মানুষ ৷ এই ভিড়ে যেকোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া হতে চলেছে পুলিশি নিরাপত্তা ৷ বিভিন্ন চার্চ, শপিং মল, হোটেল ও ক্লাবের নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ।
এদিকে, পার্ক স্ট্রিটের পাশাপাশি শহরজুড়ে ৮০টি পুলিশ পিকেট বসানো হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক বড়দিনে পার্ক স্ট্রিট এলাকার নিরাপত্তা ব্যবস্থায় কী কী পদক্ষেপ করছে কলকাতা পুলিশ।
নিরাপত্তায় কলকাতা পুলিশের উদ্যোগ- নিরাপত্তার দায়িত্বে থাকছে ৬টি কুইক রেসপন্স টিম ৷ থাকবে ১৫টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ ৷ উৎসবের রাতে ২০টি মোটর বাইক পার্কস্ট্রিট-এসপ্ল্যানেড এলাকায় পেট্রোলিং করবে ৷ সুষ্ঠ নিরাপত্তার জন্য পার্ক স্ট্রিটকে ৫টি জোনে ভাগ করেছে কলকাতা পুলিশ ৷ প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার ৷ মোতায়েন করা হচ্ছে ৫০০ পুলিশকর্মী ৷ থাকবে পর্যাপ্ত মহিলা পুলিশও ৷ ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালাবে পুলিশ ৷ বেপরোয়া বাইক চালকদের আটকাতে ৬টি টিম মোতায়েন করা হচ্ছে ৷ ২৫ ডিসেম্বর, শুক্রবার, বিকেল ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ ৷ বর্ষশেষের রাতে পার্ক স্ট্রিট এলাকার যান নিয়ন্ত্রণের বিষয়ে ২৭ তারিখ সিদ্ধান্ত নেবে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Christmas Celebrations, Christmas Eve, Kolkata Police, Park Street, Security