#কলকাতা: বৃহস্পতিবার রাতে হঠাৎই উত্তাল হয়ে ওঠে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ চত্বর ৷ এক মহিলা জখম অবস্থায় হাসপাতালে তাঁর স্বামীকে ভর্তি করতে আসায় উত্তাল হয়ে ওঠে মেডিক্যাল কলেজ চত্বর ৷ মহিলার অভিযোগ, স্বামী তাঁকে খুন করতে গিয়েছিলেন ৷ স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যায় এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ৷ ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে , সেটাই ছিল তাঁদের দাবি ৷ কিন্তু তাঁদের অভিযোগ, পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ তো করেইনি ৷ বরং সেই পরিবারকেই সাহায্য করে ৷ এর ফলে ক্ষোভে ফেটে পড়ে জনতা ৷ ন্যাশনাল মেডিক্যাল কলেজে কলকাতা পুলিশের যে আউটপোস্ট আছে , সেখানে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন ৷ সেইসময়েই পুলিশ তাদের মারধর এবং লাঠিচার্জ করে বলে অভিযোগ জনতার ৷ এতে আরও বেশি উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ উত্তেজিত জনতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে পথ অবরোধ করে৷ পুলিশের বিশাল সংখ্যক বাহিনী তারপর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chaos, National Medical college