ইউনাইটেড ম্যাচের আগে আজ বিদেশিদের ফর্ম নিয়ে চিন্তায় মর্গ্যান

জয়ের হ্যাটট্রিকেও লাল-হলুদে অস্বস্তির চোরাকাঁটা। মঙ্গলবার সামনে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইউনাইটেড।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: জয়ের হ্যাটট্রিকেও লাল-হলুদে অস্বস্তির চোরাকাঁটা। মঙ্গলবার সামনে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইউনাইটেড। চোটের জন্য মেহতাব হোসেনকে এই ম্যাচে পাবেন না কোচ ট্রেভর জেমস মর্গ্যান।তিন ম্যাচে নয় পয়েন্ট। কে লিগের খেতাব দৌড়ে সবুজ-মেরুনের সঙ্গে এক ফ্রেমে গত ছয় বারের চ্যাম্পিয়নরা। মঙ্গলবার সামনে ইউনাইটেড স্পোর্টস। লিগ টেবিলের তলানিতে ইউনাইটেড। টানা তিন ম্যাচের জয়েও দলের খেলায় অসন্তোষ লাল-হলুদের অন্দরমহলে। চোটের তালিকায় মেহতাব হোসেন। চলতি মরশুমে দুরন্ত ফর্মে থাকা মেহতাবের না থাকা মর্গ্যানের পক্ষে বড় ধাক্কা।

    160816

    আদিলেজাকে সই করানো নিয়ে তিন ম্যাচের মধ্যেই হা-হুতাশ শুরু হয়েছে সমর্থকদের গ্যালারিতে। কালাম আঙ্গাস স্বস্তির চেয়ে অস্বস্তির চোরা কাঁটা বেশি। ধরা পড়ে যাচ্ছেন কোরিয়ান ডু ডং। গত মরশুমে লিগ জয়ের নায়ক এবার ফর্মের ধারে-পাশে নেই। ভবানীপুর, আর্মির হার্ডলস উতরে গেলেও সামনে টালিগঞ্জ, সার্দানের মতো প্রতিপক্ষ। শনিবারই মিনি ডার্বি। সামনে মহমেডান স্পোর্টিং। তার আগে স্টেজ রিহার্সালে কোন ফাঁকই রাখতে চান না ব্রিটিশ কোচ। দলের স্ট্রাইকিং ফোর্স এখনও অবধি সুপার ফ্লপ।

    জুনিয়রদের নিয়ে দল করে চমক দেখাচ্ছে মোহনবাগান। অন্যদিকে বড় নাম দলে টেনেও মিইয়ে রয়েছে ইস্টবেঙ্গল। যা একটু ঝলসাচ্ছেন, সেই অবিনাশ রুইদাস, লালরিনডিকা রালতে। সাতে সাত নিয়ে তিন ম্যাচ পরেই দীর্ঘশ্বাস পড়ছে গ্যালারিতে। হারের হ্যাটট্রিকে নুইয়ে থাকা ইউনাইটেড ম্যাচ বার করাই এখন পাখির চোখ ট্রেভর জেমস মর্গ্যানের।

    First published:

    Tags: CFL, East Bengal, Kolkata Football League, Kolkata League, United Sports