টানা তিন ম্যাচ জিততে মরিয়া মোহনবাগান

ছোট দলগুলোর মধ্যে বেশ শক্তিশালী দল গড়েছে সাদার্ন। তাই ম্যাচের আগে বেশ সতর্ক বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা:  রবিবার কলকাতা প্রিমিয়ার লিগে সাদার্ন সমিতির বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান। ছোট দলগুলোর মধ্যে বেশ শক্তিশালী দল গড়েছে সাদার্ন। তাই ম্যাচের আগে বেশ সতর্ক বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী।

    ঝড় তুলেছে মোহনবাগান। লিগের শুরুতেই যে ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছে প্রতিপক্ষ। প্রথম দু‘ম্যাচে নয় গোল করে বিভীষিকা তৈরি করেছেন ড্যারেল ডাফি, প্রবীর দাসরা। টানা তৃতীয় জয়ের লক্ষ্যে রবিবার সাদার্ন সমিতির বিরুদ্ধে নামছে মোহনবাগান। শনিবার ঘণ্টা দেড়েকের অনুশীলনে সাদার্নকে হারাবার নীল নকশা সাজিয়ে নিলেন বাগান কোচ। প্রেসিং ফুটবল খেলে শুরু থেকেই প্রতিপক্ষকে কোনঠাসা করে গোল তুলে নেওয়ার স্ট্র্যাটেজি তৈরি করে রেখেছে সবুজ-মেরুন। কলকাতা লিগে বেশ লড়াকু দল গড়েছে সাদার্ন। দীপক মন্ডল, ইচে, অসীম বিশ্বাসের মতো পোড়খাওয়া ফুটবলার রয়েছেন দলে। বাগান কোচ তাই বেশ সতর্ক।

    জর্জ ম্যাচের উইনিং কম্বিনেশনে বদল করতে চান না মোহনবাগান কোচ। প্রবীর দাসের চোরা গতিকে ব্যবহার করতে তাঁকে উইং থেকে অপারেট করানো হবে। সাদার্ন রক্ষণে দ্রুত ফাটল ধরাতে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে ড্যারেল ডাফিকে। শনিবার ম্যাচের আগেরদিন দলের প্রস্তুতি শেষ মুহূর্তে খতিয়ে দেখে গেলেন আই লিগের কোচ সঞ্জয় সেন। সব মিলিয়ে টানা তিন ম্যাচ জিতে হ্যাটট্রিক করতে মরিয়া বাগান শিবির।

     Photo Courtesy: Mohun Bagan

    First published:

    Tags: CFL, Darryl Duffy, Kolkata Football League, Kolkata League, Mohun Bagan, কলকাতা লিগ, মোহনবাগান