ডং-কে নিয়ে অস্বস্তি লাল-হলুদে, অনুশীলনে চোট পেলেন সামাদ

মাঠে নামার আগেই হোঁচট লাল-হলুদ শিবিরে। চোটের তালিকায় নাম উঠল রাইট ব্যাক সামাদ আলির।

  • Share this:

    #কলকাতা:  চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান পয়েন্ট টেবলে সমান-সমান। এই পরিস্থিতিতে কাল শুক্রবার কলকাতা প্রিমিয়ার লিগে আর্মি একাদশের সামনে ইস্টবেঙ্গল। বারাসতে জয়ের হ্যাটট্রিক চান মর্গ্যান। তবে অস্বস্তি ডংয়ের অফ ফর্ম নিয়ে।

    মাঠে নামার আগেই হোঁচট লাল-হলুদ শিবিরে। চোটের তালিকায় নাম উঠল রাইট ব্যাক সামাদ আলির। যা পরিস্থিতি, তাতে বেশ কয়েকটি ম্যাচে অনিশ্চিত তিনি। এই অস্বস্তির মাঝেই শুক্রবার আর্মি একাদশের বিরুদ্ধে নামছে ট্রেভর মর্গ্যানের দল। যাঁরা গত মরশুমে ইস্টবেঙ্গলকে কার্যত ঘোল খাইয়ে দিয়েছিল। ম্যাচ জিতলেও, এখনও চেনা ছন্দে নেই টিজিএম অ্যান্ড কোম্পানি। তাই সতর্ক হওয়া ছাড়া আর কোনও উপায় নেই ব্রিটিশ কোচের। প্রথম দল নিয়েও ধোঁয়াশা রাখলেন । বিশ্রামে থাকতে পারেন গুরবিন্দর। এমনকী, ডংয়ের ঠাঁই হতে পারে রিজার্ভে। ফলে শুরু করবেন আদিলেজা। স্বস্তি একটাই, চোট সারিয়ে ফিরছেন ডিকা।

    প্রথম দু’টি ম্যাচ কল্যাণীতে। তৃতীয় ম্যাচেই আর্মির বিরুদ্ধে কৃত্রিম ঘাসে ফিরছে ইস্টবেঙ্গল। তাতে কোনও অসুবিধা নেই বলে দাবি ইস্টবেঙ্গল কোচের। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে টেক্কা দিচ্ছে মোহনবাগান। তাই শুক্রবার এই ম্যাচ থেকে তিন পয়েন্টই চায় টিম ইস্টবেঙ্গল।

    First published:

    Tags: CFL, Du Dong, East Bengal, Kolkata Football League, Kolkata League, ইস্টবেঙ্গল, ডং