#কলকাতা: ২৭ মে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে রেড রোডে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ গ্রহণ করে নিজেই কলকাতা আসার কথা ট্যুইট করেন ভুটানের প্রধানমন্ত্রী ৷
Looking forward to congratulating Mamata-Di personally during her swearing-in ceremony in Kolkata @MamataOfficial pic.twitter.com/CLtXrAbkwn
— Tshering Tobgay (@tsheringtobgay) May 22, 2016
২৭ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাক্ষী থাকতে চলেছেন কেন্দ্রীয় নগরোয়ান্ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, আপ নেতা ও দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
শপথ গ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রিতের তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তর প্রদেশের অখিলেশ যাদব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং তামিলনাড়ুর ভাবী মুখ্যমন্ত্রী জয়ললিতা ৷
এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ এবং লালু পুত্র- তেজস্বী যাদবও উপস্থিত থাকতে পারেন সেই অনুষ্ঠানে ৷
শুধুই প্রতিবেশী দেশ ও প্রতিবেশী রাজ্যেরই নয়, পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতাদেরও কাছে শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হওয়ার আমন্ত্রণ পৌঁছে গিয়েছে ৷ অনুষ্ঠানে রাজনীতিবিদ ছাড়াও ভিআইপিদের তালিকায় রয়েছেন রাজ্যের কলা, অভিনয় ও ক্রীড়া ক্ষেত্রের ব্যক্তিত্বরাও ৷
তবে সেদিনের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি তারাই যাদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল জয় ৷ অর্থাৎ সেই জনসাধারণ ৷ তাদের জন্যই রেড রোডে শপথ গ্রহণের এই বিশাল আয়োজন ৷ আগামী ২৭ মে জনগণের মঞ্চে সেই জনগণকে সাক্ষী রেখে দ্বিতীয় বারের জন্য শপথ নেবেন বিশ্বের অন্যতম আলোচিত ক্ষমতাশালী মহিলা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Mamata Will Take Oath, Oath, Oath Taking Ceremony, West Bengal Assembly Election 2016