#কলকাতা: পুজোর বাকি আঠাশ দিন। তার আগেই যেন ভবানীপুরের শাখারিপাড়ায় পুজোর উল্লাস। বাজি ফাটিয়ে আবীর খেলা-মিষ্টিমুখ। মদন মিত্রের জামিনের খবর পৌঁছতেই উৎসবের আমেজ কামারহাটিতেও।শুক্রবারের বিকেলে ভবানীপুরের শাখারিপাড়ায় অকাল দুর্গোৎসব। মদন মিত্রের জামিনের খবর টিভির পর্দায় দেখেও যেন প্রথমে বিশ্বাস হচ্ছিল না। এদিকে, ওদিকে ফোন করে শেষপর্যন্ত আশ্বস্ত। এলাকায় শুরু উৎসব।
বহু প্রতীক্ষার পর অবশেষে জামিন পেলেন সারদা কাণ্ডে ধৃত মদন মিত্র ৷ শর্তসাপেক্ষে মদন মিত্রের জামিন মঞ্জুর করল আলিপুর আদালত ৷ ১৫ লক্ষ টাকা করে দুটি বন্ড অর্থাৎ মোট ৩০ লক্ষ টাকার বন্ডে মুক্তি পেলেন মদন মিত্র ৷ মুক্তি পেলেও প্রাক্তন পরিবহন মন্ত্রীকে সপ্তাহে ১ দিন সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে ৷
কোর্টের পরবর্তী নির্দেশের আগে কলকাতা ছেড়ে যেতে পারবেন মদন মিত্র ৷ পুলিশের কাছে তাঁকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla Khobor, Bengali News, ETV News Bangla, Madan Mitra, Madan Mitra Bail, Sarada Reality Scam Convict, Saradha Scam