#কলকাতা: ৪৩ দিনের মাথায় ফলপ্রকাশ হল ইনজিনিয়ারিং জয়েন্টের। জয়েন্টে দারুণ সাফল্য অর্জন করেছে করেছে সিবিএসই বোর্ড। প্রথম দশ জনের মধ্যে ছ’জন ওই বোর্ডের পড়ুয়া। মাত্র একজন আইসিএসই বোর্ডের।
মেধাতালিকায় প্রথম দশ হাজার র্যাঙ্কের মধ্যে ৪৭ শতাংশই সিবিএসই বোর্ডের। প্রথম দশ হাজারের মধ্যে মাত্র নয় শতাংশ পড়ুয়া আইএসসি বোর্ডের। মেধাতালিকায় উচ্চ মাধ্যমিক ছাত্র রয়েছে ২৬ শতাংশ।
এবার জয়েন্টে মেধাতালিকায় স্থান পেয়েছে যারা,
প্রথম দেবাদিত্য প্রামাণিক, কলকাতা ৷ বিড়লা হাইস্কুলের ছাত্র দেবাদিত্য সিবিএসই বোর্ডের পরীক্ষাতে রাজ্য থেকে প্রথম হয়েছিলেন ৷
জয়েন্টে দ্বিতীয় ডিএভি মডেল স্কুলের ছাত্রী, দুর্গাপুরের আইরিন ঘোষ
তৃতীয় হর্ষিত কেডিয়া, রাজস্থান কোটার বাসিন্দা
চতুর্থ সৌমিক দাস, রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌমিক
অ্যাডামাস স্কুলের ছাত্র বেলঘরিয়ার অর্ণব জানা পঞ্চম ৷
কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র সাগ্নিক ভট্টাচার্য ষষ্ঠ স্থান অধিকার করেছেন ৷
সপ্তম দেবমাল্য সরকার, কোচবিহার জেনকিন্স স্কুলের ছাত্র দেবমাল্য
অষ্টম দীপ্তেশ বিশ্বাস, কল্যাণী এক্সপেরিমেন্টাল স্কুলের ছাত্র দীপ্তেশ
নবম উৎকর্ষ জৈন, শান্তিনিকেতন টেকনো ইন্ডিয়ার ছাত্র উৎকর্ষ
দশম সায়ন চক্রবর্তী, কলকাতা সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র সায়ন