মদনের জামিনে ‘কাঁটা’, আবারও কী বাতিল হতে পারে জামিন?

নিম্ন আদালত জামিন দিলেও, নিষ্কণ্টক নন মদন মিত্র। আলিপুর আদালতের রায়কে চ্যালেঞ্জ করে, মদনের জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করতে চলেছে সিবিআই। প্রধানত তিনটি আপত্তি তুলে ধরছে তারা।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: নিম্ন আদালত জামিন দিলেও, নিষ্কণ্টক নন মদন মিত্র। আলিপুর আদালতের রায়কে চ্যালেঞ্জ করে, মদনের জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করতে চলেছে সিবিআই। প্রধানত তিনটি আপত্তি তুলে ধরছে তারা।

    সিবিআইয়ের দাবি, নির্বাচনে হেরে গেলেও মদন মিত্রকে ’কমনম্যান’ মানতে নারাজ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। হাইকোর্টের নির্দেশ বিবেচনা নিম্ন আদালতে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ সিবিআইয়ের। একইসঙ্গে মনোরঞ্জনা সিংয়ের জামিন নামঞ্জুর হওয়ার উদাহরণও তুলে ধরছে তারা।

    ২২ মাস পর জামিন মিলেছে। মামলার খাঁড়া ঝুললেও, এই জামিনই এখন প্রাক্তন মন্ত্রীর কাছে অমৃতসুধার মতো। কিন্তু, তাতে ভবি ভুলছে না। কামারহাটির প্রাক্তন বিধায়ককে ফের তালুবন্দি করতে নতুন করে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই তিনটি ক্ষেত্রে মদনগোপাল মিত্রের জামিন নিয়ে আপত্তি তুলেছে তারা।সিবিআইয়ের ৩ আপত্তি

    ভোটে হারলেও মদন মিত্র 'কমনম্যান' নন। এই তত্ত্বে অনড় সিবিআই। কামারহাটি থেকে ভোটে হেরে, মন্ত্রিত্ব খোয়ালেও মদন মিত্র বর্তমানে সাধারণ মানুষ, তা মোটেই মানছে না সিবিআই।

    সিবিআইয়ের দ্বিতীয় আপত্তি, জামিন নিয়ে হাইকোর্ট ও আলিপুর আদালতের ভিন্ন অবস্থান নিয়ে। এর আগে, গত ১৯ নভেম্বর মদন মিত্রের জামিন খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে, হাইকোর্টের মত বিবেচনা করা হয়নি বলেই মনে করছে সিবিআই।

    সিবিআইয়ের তৃতীয় তথা শেষ আপত্তি, সারদা মামলার তদন্তে হাইকোর্ট ও নিম্ন আদালতের ভিন্ন অবস্থান নিয়ে। একই মামলায়, মনোরঞ্জনা সিংয়ের জামিনের আবেদন খারিজ হয়েছে। কিন্তু সেই মামলাতেই একই সময়ে মদন মিত্রের জামিন মঞ্জুর হল কীভাবে? তা নিয়েও প্রশ্ন তুলেছে সিবিআই।

    আরও পড়ুন

    ২২ মাস জেল খেটে জামিন পেলেন মদন মিত্র, দেখে নিন কোন পথে জামিন

    প্রধানত এই তিনটি আপত্তিকে হাতিয়ার করে উচ্চ আদালতে মদন মিত্রের জামিন বাতিলের আবেদন করতে চলেছে সিবিআই।

    ইটিভি নিউজ বাংলাকেCBI-এর আইনজীবী রাঘবাচারুলু জানান, ‘মদন মিত্র কমনম্যান নয়, দীর্ঘদিনের নেতা ও মন্ত্রী ৷  মদন মিত্রের উপস্থিতিটাই প্রভাব ফেলবে ৷ সাক্ষীদের প্রভাবিত করবে ৷ নিম্ন আদালতের রায়ে নানা অসঙ্গতি রয়েছে ৷ হাইকোর্টের নির্দেশও সেক্ষেত্রে প্রাধান্য পায়নি ৷ মদন মিত্রের জামিনের নির্দেশ আমরা মানছি না ৷ আমরা মঙ্গলবার জামিনের বিরোধিতা করে হাইকোর্টে আপিল জানাব ৷’

    এর আগে জামিন পেলেও, আট চল্লিশ ঘণ্টার মধ্যেই সাধের এসএসকেএম থেকে ফের জেলবন্দি হতে হয়েছিল মদন মিত্রকে। দ্বিতীয় দফার লড়াইয়ে তিনি জিতলেও, পাল্টা চাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। ইতিমধ্যেই জামিনের নির্দেশের কপি দিল্লিতে পাঠানো হয়েছে। সবুজ সংকেত মিললে ফের শুরু হবে মদন মিত্রকে ঘেরার আইনি লড়াই।

    First published:

    Tags: Bail Appeal, Bengali News, CBI, ETV News Bangla, Kolkata High court, Madan Mitra, Madan Mitra Bail, Madan Mitra Gets Bail