#কলকাতা: নারদকাণ্ডে এবার ডাক পড়ল কাকলি ঘোষদস্তিদারেরও ৷ ইকবাল, সৌগত, সুব্রতর সঙ্গে সিবিআই নোটিস পেয়েছেন তৃণমূলের এই দাপুটে নেত্রীও ৷
স্টিং ফুটেজ কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল নেত্রী কাকলি ঘোষদস্তিদারকে হাজিরার নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ বুধবারই কাকলি ঘোষদস্তিদারকে ইমেল করে আগামী সোমবার জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷
একইসঙ্গে নারদ তদন্তে এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রীকে তলব করল সিবিআই । নোটিস দিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে ডেকে পাঠায় সিবিআই। কিন্তু, কলকাতার বাইরে থাকায় আইনজীবী পাঠিয়ে সময় চেয়েছেন সুব্রত।
অন্যদিকে, এই মামলাতেই সুলতান আহমেদ ও ইকবাল আহমেদের ভয়েস টেস্ট করতে চায় সিবিআই। আজই সিডি জমা দিয়েছে দূরদর্শন।
এর আগে শাসকদলের সাংসদ সৌগত রায়কে নোটিস দিয়েছে সিবিআই ৷ নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের জমা দেওয়া ৫৩ ঘণ্টার ভিডিও ফুটেজে সৌগত রায় ছাড়াও সুব্রত মুখোপাধ্যায়েরও ভিডিও ক্লিপ ছিল ৷ সেই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই সিবিআই ডেকে পাঠিয়েছে সাংসদকে ৷ এর আগে খানাকুলের তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ ও সৈয়দ মির্জাকেও ডেকে পাঠিয়েছিল তদন্তকারী দল ৷
২০১৬ সালের বিধানসভা ভোটের আগে প্রকাশ্যে আসে নারদ স্টিং ফুটেজ। ১২ তৃণমূল নেতা এবং এক আইপিএস-এর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। তদন্তের পর সব মিলিয়ে নারদকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে দিল্লিতে এফআইআর দায়ের করে সিবিআই ৷এই ১৩ জন অভিযুক্তদের মধ্যে রয়েছেন--
১)মুকুল রায়,২)শুভেন্দু অধিকারী,৩)সুব্রত মুখোপাধ্যায়,৪)সৌগত রায়,৫)মদন মিত্র,৬)শোভন চট্টোপাধ্যায়৭)সুলতান আহমদ৮)ইকবাল আহমেদ৯)ফিরহাদ হাকিম১০) অপরূপা পোদ্দারের১১) প্রসূন বন্দ্যোপাধ্যায়ের,১২) সৈয়দ মির্জার,১৩) কাঁকলি ঘোষ দস্তিদার
সোমবার সিবিআই হানা দিল অভিনেত্রী ও তৃণমূল সাংসাদ শতাব্দী রায়ের বাড়িতে ৷ সল্টলেকের বাড়িতে প্রায় ২ ঘণ্টা ধরে শতাব্দী রায়কে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই ৷ সারদাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় শতাব্দীকে ৷
অন্যদিকে, নারদ কাণ্ডের তদন্তে মেয়র শোভন চট্টাপাধ্যায়কে ফের তলব করেছে ইডি ৷ ২৫ জুলাই ফের সিজিও কমপ্লেক্সে তলব কলকাতার মেয়রকে। এর আগে ইডি-র চিঠি পেলেও তার বিষয় পরিস্কার নয় বলে আগেই দাবি করেছিলেন শোভন চট্যোপাধ্যায়।