মদন-সিবিআই জোরদার লড়াই

আদালতের অনুমতি নিয়ে সিজিও কমপ্লেক্সে সিবিআই তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে যান মদন মিত্র। প্রাক্তন মন্ত্রীর এই কৌশলের পাল্টা কৌশলী চাল সিবিআইয়ের।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: আদালতের অনুমতি নিয়ে সিজিও কমপ্লেক্সে সিবিআই তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে যান মদন মিত্র। প্রাক্তন মন্ত্রীর এই কৌশলের পাল্টা কৌশলী চাল সিবিআইয়ের। মদন মিত্র গেলেও সিবিআই অফিসার ব্যস্ততার অজুহাতে দেখা করলেন না। অর্থাৎ আদালত অনুমতি দেওয়ায় ভবানীপুর ছাড়লেও শুক্রবারও শর্ত মানা হল না মদন মিত্রের।

    বৃহস্পতিবারই আদালতে আবেদন জানিয়েছিলেন। শুক্রবার অনুমতি মিলতেই শুরু প্রস্তুতি। এলগিন রোডের হোটেল থেকে বেরিয়ে সোজা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে গেলেন মদন মিত্র। তবে মদনের এই কৌশলের পাল্টা কৌশলী সিবিআই

    ‘অন্য একটি মামলায় জিজ্ঞাসাবাদে ব্যস্ত আছি। আজ দেখা করা সম্ভব নয়’, বলে মদনের সঙ্গে দেখা করেনি সিবিআই আইনজীবীরা ৷ অর্থাৎ মদনের এই কৌশলী চালেই পাল্টা কৌশল সিবিআইয়ের। আদালতের অনুমতি নিয়ে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে এলেও জামিনের শর্ত মেনে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করা হল না মদন মিত্রের।

    আরও পড়ুন

    শর্তের গেরো থেকে মদনের মুক্তি

    আইনি আর কৌশলের লড়াইয়ের মাঝখানে মদন মিত্র এখনও বাড়ি ফিরতে পারেননি। তাঁকে হোটেলেই ফিরতে হয়েছে। আলিপুর আদালতেই বাড়ি ফেরার আবেদনের শুনানি রয়েছে আগামী মঙ্গলবার।

    First published:

    Tags: Bengali News, CBI, ETV News Bangla, Madan CBi tussel, Madan Mitra, Madan Mitra Bail, Sarada Scam