• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • CAB TO FELICIATE TEAMS AHEAD OF INDIAS 250TH TEST AT EDEN GARDENS

ইডেনে ২৫০তম টেস্টে কোহলি-উইলিয়ামসনদের জন্য বিশেষ উপহার সিএবির

আড়াইশোতম টেস্টের স্মারক হিসেবে দুই টিমের প্লেয়ারদের উপহার দেওয়া হবে বিশেষ রুপোর কয়েন, যাতে ‘২৫০’ খোদাই করা থাকবে।

আড়াইশোতম টেস্টের স্মারক হিসেবে দুই টিমের প্লেয়ারদের উপহার দেওয়া হবে বিশেষ রুপোর কয়েন, যাতে ‘২৫০’ খোদাই করা থাকবে।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা:  ইডেনে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি এখনও সেভাবে শুরু হয়নি ৷ কলকাতার দর্শকদরে মধ্যে টেস্ট নিয়ে উৎসাহও  এখনও সেভাবে চোখে পড়ছে না ৷ কিন্তু ম্যাচকে উত্তেজক করে তুলতে চেষ্টার কোনও খামতি রাখছে না সিএবি ৷ ম্যাচের ব্রেকে টক শো, নানা অনুষ্ঠান, ফ্যান জোনের ব্যবস্থা তো আছেই ৷ পাশাপাশি দেশের মাটিতে ভারতের আড়াইশোতম টেস্টটিকে স্মরণীয় করে রাখতে আরও বেশি কিছু করতে চায় সিএবি ৷

  আড়াইশোতম টেস্টের স্মারক হিসেবে দুই টিমের প্লেয়ারদের উপহার দেওয়া হবে বিশেষ রুপোর কয়েন, যাতে ‘২৫০’ খোদাই করা থাকবে। এ ছাড়া সুনীল গাওস্কর-অনিল কুম্বলেদের টক শো-এ আমন্ত্রণ জানানো হবে বাংলার অধিনায়কদের। রূপোর এরকম ৬০টি কয়েন তৈরির অর্ডার দেওয়ার হয়েছে ৷ ভারত-নিউজিল্যান্ড দু’দলের ক্রিকেটাররা ছাড়াও বাংলার প্রাক্তন ওবর্তমান অধিনায়কদের এবং বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর ( যাঁর ম্যাচের প্রথম দিন উপস্থিত থাকার সম্ভাবনা বেশি ) প্রত্যেককেই সংবর্ধনা দেওয়া হবে আগামী ৩০ সেপ্টেম্বর ৷

  পিচ প্রস্তুতির কাজও পুরোদমে চলছে। কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের মতে, ‘‘নতুন ঘাসে প্রথম দু’দিন বল ভাল যাবে। তৃতীয় দিন থেকে বলটা ঘুরবে।’’ কানপুরের মতো হয়তো পুরোপুরি টার্নিং ট্র্যাক নয় ৷ কিন্তু যত ম্যাচ এগোবে ততোই বল ঘুরবে ইডেনের পিচে বলে মনে করা হচ্ছে ৷

  অর্ধ শতাব্দী আগে ইডেনে শেষবার টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল‍্যান্ড। সেই ম‍্যাচের জীবিত সদস‍্যদের ইডেনে হাজির করে প্রথমদিনই চমকে দিতে চান সৌরভ- অভিষেক ডালমিয়ারা। আর দ্বিতীয় দিন তালিকায় থাকছে কোহলিদের ড্রেসিংরুমে বাংলার দুই নিয়মিত সদস্য ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামির সংবর্ধনা।

  First published: