সল্টলেক সিটি সেন্টারের কাছে অটোয় ধাক্কা বাসের, মৃত ১, আহত ৪

ফের শহরে বেপরোয়া যান রেষারেষির বলি হলেন এক অটোচালক ৷ জখম অটোর চারজন যাত্রী ৷ মঙ্গলবার সকালে সল্টলেক সিটি সেন্টার আইল্যান্ডের কাছে একটি অটোয় ধাক্কা মারে নিউটাউন থেকে উল্টোডাঙাগামী একটি বাস ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: ফের শহরে বেপরোয়া যান রেষারেষির বলি হলেন এক অটোচালক ৷ জখম অটোর চারজন যাত্রী ৷ মঙ্গলবার সকালে সল্টলেক সিটি সেন্টার আইল্যান্ডের কাছে একটি অটোয় ধাক্কা মারে নিউটাউন থেকে উল্টোডাঙাগামী একটি বাস ৷ বাসের ধাক্কায় অটোটি দুমড়ে-মুচড়ে, উল্টে গিয়ে গুরুতর জখম হন পাঁচ যাত্রী ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোচালকের ৷

    দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাসটি ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, অফিসের ব্যস্ত সময় উল্টোডাঙামুখী ২১৫-এ বাসের সঙ্গে প্রবল রেষারেষি চলছিল উল্টোডাঙা-করুণাময়ী রুটের অটোটির ৷ সিটি সেন্টার আইল্যান্ডের কাছে বাসটি অটোকে নিয়ম ভেঙে ওভারটেক করতে গেলে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে উল্টে যায় অটোটি ৷ সেখানেই মৃত্যু হয় অটোচালকের ৷

    দুর্ঘটনাগ্রস্থ অটোর সামনে সিটে বসেছিলেন একজন পুরুষ যাত্রী এবং পিছনের সিটে বসেছিলেন দুই মহিলা সহ এক পুরুষ যাত্রী ৷ চারজনের অবস্থাই আশঙ্কাজনক ৷ আহতের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে ৷ বরাহনগরের বাসিন্দা সুশ্রী অধিকারী ও সিঁথির বাসিন্দা মিলনী নন্দী এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

    গত শুক্রবার সকালেও সিগন্যাল না মেনে এরকমই বেপরোয়া যান চালনার বলি হন জয়পুরিয়া প্রথম বর্ষের ছাত্রী ও অটোচালক ৷ রাজা দীনেন্দ্র স্ট্রিট থেকে অরবিন্দ সরণির দিকে দ্রুত গতিতে ছুটছিল অটো WB 04C7121 ৷ গৌড়ীবাড়ির ক্রসিংয়ে সিগন্যালে দাঁড়িয়ে ছিল বারাসত হাওড়া রুটের একটি L238 নম্বরের বাস। উল্টোডাঙা থেকে খান্নার দিকে যাচ্ছিল বাসটি।

    ওই ক্রসিংয়ে দাঁড়ানোর কথা অটোর। কিন্তু সিগন্যাল ভেঙেই বাঁদিক কাটাতে যায় অটো। তখনই বাসের সঙ্গে চরম ধাক্কা লাগে অটোর। দ্রুত গতিতে থাকার দরুণ মুহূর্তেই ছাড়খাড় হয়ে যায় অটো। অটো চালক জয়দেব নস্করের পাশেই বসে ছিলেন জয়পুরিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্রী পূজা পাল। মাথায়, ঘাড়, বুকে চরম আঘাত লাগে ছাত্রীর। গুরুতর আহত হন অটো চালক ও পিছনে বসা তিন যাত্রীও ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় পূজার ৷ কোমায় থাকার পর সোমবার মৃত্যু হয় অটোচালকেরও ৷

    First published:

    Tags: Auto Accident, Bengali News, Bus Auto Accident, Death Of Auto Driver, ETV News Bangla, Rash Driving, Salt Lake City Center Auto Accident, Saltlake City Center