#কলকাতা: বড়বাজারে বিপজ্জনক বাড়ি ভেঙে একই পরিবারের তিনজনের মৃত্য হল। বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা সত্বেও তাতে ছ'টি পরিবার বাস করত। একের পর এক বিপজ্জনক বাড়ি ভেঙে পড়লেও, ভগ্নপ্রায় বাড়িতে ঝুঁকি নিয়ে থাকার প্রবণতা কমছে না।
ফের কলকাতায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি। মঙ্গলবার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে ১৬ নম্বর শিবতলা লেনের ঢাকা পট্টিতে বিপজ্জনক ৩ তলা বাড়িটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি,
-
ধ্বংসস্তুপের নিচে একই পরিবারের তিন জন চাপা পড়েন। স্থানীয়রাই তারাপ্রসন্ন সাহা, তাঁর স্ত্রী শোভারানি সাহা ও মেয়ে বিউটি রায়কে উদ্ধার করেন।
হাসপাতালে নিয়ে গেলে তারাপ্রসন্নকে মৃত ঘোষণা করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজে মা ও মেয়ের অস্ত্রোপচার হলেও তাঁদের বাঁচানো যায়নি।
বাড়িটিকে আগেই বিপজ্জনক বলে ঘোষণা করেছিল পুরসভা।
মালিক-ভাড়াটে বিবাদে বড়বাজারের বহু বাড়িরই এই হাল বলে অভিযোগ।
উদ্ধারকাজে ঘটনাস্থলে যায় দমকম ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ইনজিনিয়াররাও।
পনেরোই অগাস্ট এই ২৩ নম্বর ওয়ার্ডেই আরও একটি বিপজ্জনক বাড়ি ভেঙে পড়েছিল। বার বার বিপজ্জনক বাড়ি ভেঙে পড়লেও বাড়িওয়ালা-ভাড়টে বিবাদে সংস্কার না হওয়া বাড়িতেই থেকে যাওয়ার প্রবণতা কমছে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Building, Building Collapse In Kolkata, Three died in Building Collapse