#কলকাতা: পুজোর আর বাকি কয়েকটা দিন ৷ জোরকদমে চলছে শপিং ৷ অনলাইন থেকে নিউমার্কেট, ব্র্যান্ডেড স্টোর থেকে গড়িয়াহাট ক্রেতা টানতে চলছে নানা পুজো অফার ৷ শহর জুড়ে একের পর এক বিদেশী ব্র্যান্ডের স্টোর ৷ কিন্তু গত কয়েক বছরে বেশ অনেকটাই পরিবর্তিত এসেছে মহানগরের ফ্যাশন স্টেটমেন্টে ৷ ব্র্যান্ডেড পোশাক ছেড়ে কলকাতা ঝুঁকেছে বুটিকে ৷ নামীদামী ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় মেটেরিয়াল দিয়ে তৈরি ডিজাইনারদের অনন্য সৃষ্টিকেই এবছর পুজোয় নিজের ওয়ার্ডড্রোবে জায়গা দিতে চাইছে কলকাতা ৷
কলকাতার এই ট্রেন্ডকে নজরে রেখে প্রচুর প্রতিভাবান ডিজাইনাররা শুরু করেছেন নিজস্ব বুটিক বা ফ্যাশন লাইন ৷ ব্র্যান্ডেড পোশাকের বাজারে হারিয়ে যেতে বসা বাংলার নিজস্ব শিল্পকে নতুনভাবে জাগিয়ে তুলছেন এই ফ্যাশন ডিজাইনাররা ৷ এরকমভাবেই বাংলার তাঁত শিল্পকে নতুন রূপে তুলে ধরেছে Threads-woven-wonders ৷
মাত্র ছ’মাস আগে শুরু হওয়া সংস্থাটির অনন্য হ্যান্ডলুম শাড়ির সম্ভার ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রেতাদের ৷ সংস্থার কর্ণধার পায়েল দত্ত জানালেন, Threads-woven-wonders-এর বিশেষত্বই হল হ্যান্ডলুম ৷ এই শাড়িগুলি বোনা হয় শান্তিপুর, ফুলিয়া ও বেগমপুরের বাছাই করা তাঁতিদের তাঁতে ৷
এবছরের ফ্যাশনে ইন থিঙ্ক হল হ্যান্ডলুম ৷ পুজো উপলক্ষে Threads-woven-wonders লঞ্চ করেছে হ্যান্ডলুম লিনেন শাড়ির অনন্য কালেকশন ৷ এই কালেকশনের ঝলক দেখতে পাবেন সংস্থার ফেসবুক পেজে ৷ ১৮ থেকে ৮০ সকলের জন্যই মাননসই শাড়ি পাবেন এখানে ৷ পছন্দ হলে যোগাযোগ করুন পায়েলের সঙ্গে ৷ তবে আর দেরি কেন ৷ এই পুজোয় হ্যান্ডলুমই হোক আপনার অষ্টমী কিংবা নবমীর সন্ধ্যার সাজ ৷