#কলকাতা: যেমন শিষ্য, তেমন গুরু। শিষ্যের নজর ছাত্রীদের অন্তর্বাসে। ঠ্যাং ভেঙে দেওয়ার তালিবানি হুমকিও দেন দিলীপ ঘোষের শিষ্য, এবিভিপি-র রাজ্য সম্পাদক সুবীর হালদার। তাঁর গুরু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন যাদবপুরের ছাত্রীদের উদ্দেশ্যে বললেন, ছাত্রীরা বেহায়া। ছেলেদের ঘাড়ে পড়ে শ্লীলতাহানির অভিযোগ তোলে।
‘ভারত মাতা কি জয়।’ কথায় কথায় তাঁরা এই স্লোগান দেন। নারীর সম্ভ্রম ও শুচিতা নিয়ে তাঁদের ভীষণ মাথাব্যথা। সেই গেরুয়া শিবির নারীদের কী চোখে দেখে, তার নমুনা মিলছে বার বার। এ ব্যাপারে গুরু বা শিষ্যে কোনও পার্থক্য নেই। আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি-র রাজ্য সম্পাদক সুবীর হালদার। ৬ মে রাতে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছবি প্রদর্শন নিয়ে গন্ডগোল চলছে, সে সময় তিনি মোবাইলে মেয়েদের অন্তর্বাসের ছবি তুলে রাখেন। ইটিভি নিউজ বাংলার স্টুডিওয় বসে লাইভ অনুষ্ঠানে সুবীর সেই ছবি দেখাতেও চেয়েছিলেন।
এই গেরুয়া শিবিরের কাছে মহাত্মা-ঘাতক নাথুরাম গডসে পরম আদরণীয়। তাদের মুখে তালিবানি হুমকি বেশ মানায়। ৯ মে যাদবপুরের প্রতিবাদী ছাত্রছাত্রীদের ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দেন এবিভিপি-র রাজ্য সম্পাদক।শিষ্যের পর এবার গুরু। আরএসএসের দীর্ঘদিনের কর্মী থেকে হঠাৎই বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন দিলীপ ঘোষ। গেরুয়া শিবিরের এই নেতা শনিবার যাদবপুরের ছাত্রীদের শালীনতার পাঠ দিলেন। বললেন,‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বেহায়া ৷ নিজেরাই ছেলেদের গায়ে পড়ছে আর অন্যকে দোষ দিচ্ছে ৷ অতি নিম্নস্তরের ওঁরা ৷ এই ধরনের অভিযোগ খুবই ওঁচা ৷ এই মেয়েগুলি মোটেই সমর্থনযোগ্য নয় ৷’ বিজেপির রাজ্য সভাপতি আক্ষেপ, ‘বিশ্ববিদ্যালয়ের মান কোথায় নেমেছে! এত বড় একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে নিজেদের প্রতি অশালীন অভিযোগ আনছে ৷’ এতেই থেমে থাকেননি দিলীপ ঘোষ ৷ যাদবপুরের ছাত্রীদের জন্য বিজেপি রাজ্য সভাপতি উপদেশ, ‘যাদের মানসম্মানের অত ভয় আছে সে মেয়েগুলি যায় কেন ওখানে ৷’
শিষ্য বুঝিয়েছেন, তাঁরা কত নীচে নামতে পারেন। কিন্তু, সংশয় ছিল, ভারতমাতার স্লোগান মুখে নারীকে অপমান করার উত্তরাধিকার তাঁরা কার কাছ থেকে পেলেন। গুরু সেই ধোঁয়াশা কাটিয়ে দিলেন। বোঝালেন, ব্যাটন ঠিক হাতেই আছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abvp, BJP, Controversial Comment, Dilip Ghosh, JU Clash, JU Girls, Subir Haldar