লাল পরী, নীল পরীর গল্প বলছে ভবানীপুরের অবসর

স্বপ্নে আসা লালপরী আর নীলপরী. ছোটদের কল্পনার রাজত্বে বারবার এই পরীরা হানা দেয় ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: স্বপ্নে আসা লালপরী আর নীলপরী. ছোটদের কল্পনার রাজত্বে বারবার এই পরীরা হানা দেয় ৷ এই পরীরাও হাজির এবার পুজো মণ্ডপে ৷ ভবানীপুর অবসর এবার নিয়ে আসছে প্রতিমার মধ্যে পরীরা উঠে আসবে৷ শিল্পী গৌরাঙ্গ কুইল্যার হাতের জাদুতে মূর্ত হয়ে উঠছে পরীরা ৷

     রূপকথার লালপরী আর নীলপরী ৷ যে পরীরা আজও বাস করে শিশু কিশোরদের মনে ৷ সেই রূপকথার সিংহদরজা খুলে গিলেন শিল্পী গৌরাঙ্গ কুইল্যা গোটা মণ্ডপ জুড়ে খেলা করে বেড়াবে পরীরা ৷ ভবানীপুর অবসরের পুজো ভাবনা এবার এইরকমই ৷

    বয়স বাড়লেও সকলের মধ্যেই বাস করে শিশু মন, সেই শিশুমনকে আনন্দে ভরিয়ে তোলাই এই পুজোর উদ্দেশ্য ৷ মণ্ডপে ঢুকেই দেখা গেল, প্রতিমার মধ্যেই রয়েছে পরীর আদল ৷ রঙে রূপে রেখায় সবকিছুকেই মূর্ত করে তুলছেন শিল্পী ৷

    গোটা মণ্ডপ জুড়েই আনন্দের আবহ তৈরি করতে চান শিল্পী ৷ আট থেকে আশি বছর বয়সী মানুষ যেন প্রতিমা দর্শন করার পর মানুষের মনটা যাতে খুশিতে ভরে ওঠে ৷

    অবসর বরাবরই তাঁদের ভাবনার মধ্য দিয়ে দর্শনার্থীদের মন জয় করে এসেছে ৷ তাঁদের আশা এই পরী ভাবনাও সকলকে নিজের শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে ৷

    গতবারের অবসরের প্রতিমা পাড়ি দিয়েছিল স্পেনে৷ এবার পরীর ডানায় ভর করে রূপকথার দরজা খুলে দিতে চায় অবসর ৷

    First published:

    Tags: Bhawanipur, Bhawanipur Abasor Puja Theme, Durga Puja, Durga Puja 2016