১. ভারত-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তাভারত-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তা ৷ ইন্দোর টেস্ট নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ ! প্রশ্ন উঠেছে ইন্দোরের তৃতীয় টেস্ট ৷ বাতিল হয়ে যেতে পারে এই টেস্টম্যাচ। শুধু ইন্দোর টেস্টই নয়, সংশয় সিরিজের বাকি ম্যাচ নিয়েও ৷ নভেম্বরে ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়েও সংশয় রয়ে যাচ্ছে ৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলিদের খেলা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সোমবার বোর্ডের অ্যাকাউন্ট ফ্রিজ করে লোধা কমিশনের একটি চিঠি BCCI-কে পাঠানো হয়েছে।২. ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, নৌসেরা সেক্টরে পাক গোলাবর্ষণসীমান্তে চড়ছে ভারত-পাকিস্তান উত্তেজনা। মঙ্গলবার ফের সংঘর্ষবিরতি ভেঙে নৌসেরা সেক্টরে গোলাগুলি বর্ষণ শুরু করে পাক সেনা। এদিন ভোর ৫টা থেকে জম্মুর রাজৌরির নৌসেরা সেক্টরে গুলি বর্ষণ শুরু করেছে পাক সেনা। প্ররোচনা ছাড়াই গুলি চালায় পাকিস্তান বলে জানা গিয়েছে ৷৩. পঞ্জাবে লাইনচ্যুত ঝিলম এক্সপ্রেসের ১০ টি বগি
পঞ্জাবে লাইনচ্যূত ট্রেন ৷ জলন্ধর ও লুধিয়ানা স্টেশনের মাঝে মঙ্গলবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে ৷ ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে ৷ ঘটনায় আহত হয়েছে চারজন ৷ এর জেরে বেশ কয়েকটি ট্রেন আপাতত বাতিল করা হয়েছে ৷৪. জলের খোঁজে ভারতে চলে আসা পাক নাবালককে বাড়ি ফেরাল BSFজঙ্গি অনুপ্রবেশ ঘটিয়েই সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে চাইছে পাকিস্তান। টানটান উত্তেজনা সীমান্তে। রবিবার, বারামুলায় ক্যাম্পে হামলা চালায় এক দল জঙ্গি। গুরুদাসপুরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টার পর , পুঞ্চেও গোলাগুলি ছোড়ে পাক সেনা। যদিও, প্রতিটি ক্ষেত্রেই জঙ্গিদের রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারত-পাক সীমান্তে চলছে টানটান উত্তেজনা ৷ ভারত পাক দুই দেশের মধ্যে অস্থির পরিস্থিতির মাঝে সীমান্ত পেড়িয়ে ভারতে ঢুকে পরে এক পাকিস্তানি যুবক ৷ তাকে বাড়ি ফেরাল বিএসএফ ৷৫. তুলে রাখুন প্রয়োজনের টাকা, টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্কশুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো, নবরাত্রি ৷ গোটা দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসব মরশুম ৷ উৎসবের এই মরশুমে সমস্ত উত্তেজনার মাঝখানে ব্যাঙ্কে কোনও কাজ বাকি থাকলে সেটা আগেই মিটিয়ে ফেলুন ৷ না হলে সমস্যার মুখে পড়তে হতে পারে আপনাকে ৷ মনে রাখবেন ছুটির উপভোগ করতে পকেটটা যেন ঠিক থাকে।৬. প্রিন্সেপ ঘাটে স্পিডবোটে আগুন, গুরুতর জখম ২একদিকে সীমান্তে যুদ্ধের আবহ। জলপথকে মাধ্যম করেই বারবার জঙ্গি প্রবেশের ঘটনা ভারতে। তারমধ্যেই প্রিন্সেপ ঘাটে নৌ বাহিনীর স্পিডবোটে বিস্ফোরণ। দায় এড়াতে বোটটি বাইরে থেকে ভাড়া করা হয়েছিল বলে সাফাই নৌ বাহিনীর। উৎসবের মরশুমে এই বিস্ফোরণ বড়সড় প্রশ্ন তুলে দিল জলপথে বাড়তি সতর্কতার ক্ষেত্রে।৭. ডায়মন্ডহারবারে ব্যবসায়ীর রহস্যমৃত্যুব্যবসায়ীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ডায়মন্ডহারবার এলাকায় ৷ মঙ্গলবার বাড়ি থেকে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷ মৃতের নাম স্বরূপ খামারু ৷ ডায়মন্ডহারবারের জলট্যাঙ্ক এলাকার ঘটনা ৷৮. অবশেষে অটোনীতি জারি সরকারেরঅবশেষে অটোনীতি জারি সরকারের ৷ অটোনীতিতে মোট ১৩ দফা নির্দেশিকা ৷ কলকাতা, হাওড়া, বিধাননগরে অটোয় নজর বারাকপুর কমিশনারেট এলাকাতেও ৷ সম্পূর্ণ অটোনীতি এখনই চালু নয় ৷ কলকাতা হাইকোর্টে মামলা থাকায় বিপত্তি ৷৯. লেকটাউনের বাঙুরে ট্রাফিক পুলিশকে হেনস্থালেকটাউনের বাঙুরে ট্রাফিক পুলিশকে হেনস্থা ৷ এএসআই সুনীল কর্মকারকে হেনস্থা করার অভিযোগ উঠেছে ৷ সিগন্যাল না মানায় গাড়ি থামান এএসআই ৷ গাড়ির কাগজপত্র চাইলে হেনস্থার অভিযোগ ৷ গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ ৷১০. ফের আক্রান্ত পুলিশফের আক্রান্ত পুলিশ ৷ ৩ সিভিক পুলিশকে বেধড়ক মারধরকরার অভিযোগ উঠেছে ২ দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ সল্টলেক এসি ব্লকের ঘটনা ৷ চোর সন্দেহে ২ যুবককে ধরে সিভিক পুলিশতারপরই মারধর, গ্রেফতার ১ ৷ বাকিদের খোঁজে চলছে তল্লাশি ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।