১. কলকাতা থেকে গ্রেফতার দেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গিরা
পুজোর আগে বড়সড় সাফল্য ৷ সোমবার দেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশের STF ৷ ধৃতদের কাছ থেকে আপত্তিকর নথি উদ্ধার করেছএ পুলিশ ৷ মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের মধ্যে দু’জন মোস্ট ওয়ান্টেড ৷ RAW ও NIA-র তালিকায় এদের নাম ছিল ৷ দীর্ঘদিন ধরে তাকে খোঁজা হচ্ছিল ৷ ধৃতরা বেশ কয়েকটি নাশকতার সঙ্গেও জড়িত ৷ জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে ধৃতদের যোগ ছিল, জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে STF ৷ জামাতের সঙ্গে ধৃতদের যোগ কতটা গভীর? তা জানার চেষ্টায় পুলিশ ৷ পুজোয় কলকাতায় নাশকতার ছক কষেছিল তারা , প্রাথমিক জেরায় দাবি STF-এর ৷ ধৃতদের আজই ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ৷
২. দুটি কক্ষপথে মোট আটটি স্যাটেলাইট উৎক্ষেপণ ISRO-র
নয়া চ্যালেঞ্জ। সেইসঙ্গে আজ নতুন দৃষ্টান্ত গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। শ্রীহরিকোটা থেকে আজ সাইত্রিশ তম PSLV দিয়ে মহাকাষের দুটি কক্ষপথে মোট আটটি স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইসরো। এই প্রথম ভারতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV)-র মাধ্যমে ৮টি স্যাটেলাইট দুটি ভিন্ন কক্ষপথে উৎক্ষেপণ করা হল।
৩. উলুবেড়িয়ায় প্রতিবাদীকে মারধর ঘিরে ব্যাপক বোমাবাজি, ইটবৃষ্টি
প্রতিবাদীকে মারধর ঘিরে চাঞ্চল্য ছড়ায় উলুবেড়িয়ায় ৷ চলে ব্যাপক বোমাবাজি ও ইটবৃষ্টি ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও র্যাফ ৷
৪. ২৮ সেপ্টেম্বর বনধ ঘিরে তপ্ত পাহাড়
পাহাড়ে জমি ফিরে পেতে মরিয়া গোর্খা জনমুক্তি মোর্চা। তৃণমূল বনধ রোখার হুঁশিয়ারি দিতেই মোর্চা প্রধানের পালটা হুমকি, ২৮ সেপ্টেম্বর পুলিশ কড়াকড়ি করলে পাহাড়ে অনির্দিষ্ট কালের বনধের ডাক দেওয়া হবে। ফলে ফের একবার পুজোর মুখে দার্জিলিঙয়ে বনধ-আন্দোলনের ছবি স্পষ্ট হয়ে উঠছে। সিঁদুরে মেঘ দেখছেন পর্যটন ব্যবসায়ীরা।
৫. ‘‘লোধার বেশ কিছু সুপারিশ বাড়াবাড়ি ’’: গাভাস্কর
লোধা কমিশনের বেশ কিছু সুপারিশ বাড়াবাড়ি এবং যার বাস্তবায়ন অসম্ভব। কানপুরের মাঠে দাঁড়িয়ে এবার বোর্ডের পক্ষে মাইক ধরলেন সুনীল গাভাস্কর। রবিবার খেলা শেষে গাভাস্কর-কপিলের সঙ্গে টিভিতে ম্যাচ নিয়ে আলোচনা করছিলেন সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর। আলোচনায় ঢুকে পড়ে লোধা-বোর্ড সম্পর্কের মত বিতর্কিত বিষয়। ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে এক রাজ্য, এক ভোটের মত সুপারিশ মেনে নেওয়া বিসিসিআই-এর পক্ষে কঠিন। সানির মতে, ক্রিকেট প্রশাসনে কুলিং অফের সময়সীমা অনুচিত। ২ দিন আগেই একই মতামত জানিয়েছিলেন রবি শাস্ত্রী। দেশের মাটিতে বোর্ড পরিচালিত ম্যাচে সম্প্রচারকারী চ্যানেলে লোধা প্রসঙ্গে দুই কিংবদন্তীর এমন মন্তব্যে অন্য তাৎপর্য খুঁজে পাচ্ছে ক্রিকেটমহল।
৬. রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় পাকিস্তানকে যোগ্য জবাব দিতে তৈরি ভারত
মঞ্চ তৈরি। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় পাকিস্তানকে যোগ্য জবাব দিতে তৈরি ভারত। সোমবার নিউইয়র্কে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ তাঁর ভাষণে, প্রধানমন্ত্রীর বেঁধে দেওয়া সুরেই পাক বিরোধিতার রাস্তায় হাঁটতে চলেছেন।
৭. Reliance Jio থেকে ফোন করতে পারছেন না ? জেনে নিন সহজ সমাধান
বাজারে আসার পর থেকেই রিল্যায়েন্স জিও-কে নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ রিল্যায়েন্সকে টক্কর দিতে ও প্রতিযোগিতায় টিকে একের পর এক নতুন প্ল্যান নিয়ে এসেছে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলি ৷ মুকেশ আম্বানির মাল্টি বিলায়ান ডলার এই প্রজেক্টের যাত্রা শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর থেকে ৷ ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত জিও-র ডেটা, ভয়েস, ভিডিও এবং অন্যান্য পরিষেবা একেবারে বিনামূল্যে পাওয়া যাবে ৷ এই পরিষেবা পেতে হলে গ্রাহককে কেবল জিও সিম ৪জি হ্যান্ডসেটে লাগিয়ে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে ৷
৮. কবর দিতে গিয়ে কেঁদে উঠল সদ্যজাত শিশু
সদ্যজাতকে মৃত বলে ঘোষণা করেছিল চিকিৎসকেরা ৷ শোকের ছায়া নেমে এসেছিল পরিবারের সদ্যসদের মধ্যে ৷ সবার চোখে তখন জল। মৃত শিশুকে কবর দিতে গিয়েছিল তারা ৷ কিন্তু করব দিতে গিয়ে ঘটে গেল এক আশ্চর্য কাণ্ড ৷ আচমকা সবাইকে একপ্রকার চমকে দিয়ে কেঁদে উঠল শিশুটি ৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ফরিদপুরে।
৯. মীরপুরে লড়ে হার আফগানিস্তানের
আফগানিস্তান যে বিশ্ব ক্রিকেটের ঘুমন্ত দৈত্য সেটা মীরপুরের মাঠে রবিবার আরও একবার প্রমাণ পাওয়া গেল ৷ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে কোনওমতে জয় পেলেন শাকিবরা ৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান করে বাংলাদেশ ৷ শেষ পর্যন্ত লড়াই চালালেও মাত্র ৭ রানেই হার হজম করে আফগানরা ৷
১০. হিডকো ভবনে উত্তেজনা
হিডকো ভবনে উত্তেজনা ৷ জমি ফেরত ও ক্ষতিপূরণের দাবি আবেদনপত্র জমা ঘিরে উত্তেজনা ৷ আবেদনপত্র গ্রহণের রিসিভ কপি দিচ্ছে না হিডকো ৷ অভিযোগে হিডকো গেটে অবস্থান জমি মালিকদের ৷ আটক জমিরক্ষা কমিটির আহ্বায়ক শেখ নিজামুদ্দিন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Best Top 10 News, Best Top Ten News Of The Moment, ETV News Bangla, Top 10 news