১. কাবেরী ইস্যুতে উত্তাল বেঙ্গালুরু, পুলিশের গুলিতে নিহত ১কাবেরী জলবন্টন বিরোধ ইস্যুতে বেঙ্গালুরু সহ আশেপাশের শহরে ব্যাপক অশান্তি ৷ জলবন্টন ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরেই অশান্ত বেঙ্গালুরু ৷ সোমবার বেঙ্গালুরু জুড়ে তুমুল তাণ্ডব চালায় তামিল-বিরোধী বিক্ষোভকারীরা ৷ পরিস্থি্তি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় ১৪৪ ধারা ৷ উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের সময় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন এক যুবক। মৃতের নাম উমেশ(২৫)। আহত হয়েছেন একজন ৷ বেঙ্গালুরুর হেগ্গানাহাল্লির ঘটনা ৷২. জয়পুরিয়া কলেজের অধ্যক্ষকে মারধরের অভিযোগকেশপুর বা শান্তিপুর কলেজের ছবি এবার জয়পুরিয়া কলেজে ৷ ওফের আক্রান্ত কলেজের অধ্যক্ষ ৷ এবার জয়পুরিয়া কলেজ ৷ সোমবার কলেজের অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠেছে ৷ বাড়িতে ঢোকার সময় তাকে মারধর করা হয়েছে ৷ চিঠি লিখে নারকেলডাঙা থানায় অভিযোগ জানান জয়পুরিয়ার অধ্যক্ষ ৷ মুখে কাপড় বেঁধে একদল যুবক হামলা চালায় তার উপরে ৷৩. বাগুইআটিতে বাবা-মা ও মেয়ে খুনে ধৃত ১
বাগুইআটির একই পরিবারের তিন সদস্যের খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের নাম গোপাল মিত্র ৷ নিহত জ্ঞানেন্দ্রনাথ মিত্রের জ্যাঠতুতো ভাই তিনি ৷ সোমবার তাঁকে দফায় দফায় জেরা করে পুলিশ ৷ জেরায় খুনের কথা স্বীকার করেছেন গোপাল বলে জানিয়েছে পুলিশ ৷৪. মদন মিত্রের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ CBI-এরকামারহাটির প্রাক্তন বিধায়ককে ফের তালাবন্দি করতে নতুন করে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই। মঙ্গলবারই মদন মিত্রের জামিন খারিজ করতে আইনী পদক্ষেপ শুরু করবে সিবিআই ৷ আলিপুর জেলা ও দায়রা আদালত থেকে জামিনের নির্দেশের সার্টিফায়েড কপি চেয়েছে CBI ৷ নির্দেশের কপি হাতে পেলে আজই হাইকোর্টে জামিন খারিজের মামলা করবে সিবিআই ৷৫. প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এবার পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে আগুন নিয়ন্ত্রণেঅবশেষে শিক্ষা নিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ডিরোজিও ভবন, বেকার ল্যাব, কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নিকাণ্ডের পর, পড়ুয়াদের অগ্নিসুরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মীদের পাশাপাশি দমকলকর্মীরা প্রশিক্ষণ দেবেন পড়ুয়াদের। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে বসানো হচ্ছে আরও ফায়ার অ্যালার্ম।৬. অশান্তি অব্যাহত ভূস্বর্গে, ১০ জেলায় জারি কার্ফুকেন্দ্রের শত প্রচেষ্টা সত্ত্বেও অশান্তি অব্যাহত ভূস্বর্গে ৷ স্বাধীনতার পর এই প্রথম ইদগাহ ও হজরতবাল মসজিদে কোনও ইদের জমায়েত হচ্ছে না। উত্তপ্ত ভূস্বর্গ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্ফু জারি করা হয়েছে ১০টি জেলায় ৷ কোনও রকম জমায়েত করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ স্থানীয় মসজিদে নামাজ পরার পরামর্শ দেওয়া হয়েছে ৷৭. ইডেন টেস্টের টিকিট বিক্রি নিয়ে চিন্তায় সিএবিভারত-নিউজিল্যান্ড সিরিজে ফেভারিট বিরাট বাহিনী। মত প্রাক্তন অধিনায়ক সৌরভের। তবে স্পিনিং উইকেটে কিউইরা শক্ত প্রতিপক্ষ বলে মনে করেন মহারাজ।৮. তৃণমূল কার্যালয়ে ঢুকে কর্মীদের মারধর, আহত ২ মহিলা-সহ ১০তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য-সহ প্রায় জনা দশেককে মারধরের অভিযোগ উঠল সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে । দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার দক্ষিণ রেদোখালী গ্রামের ঘটনা।৯. রিওতে ফের ‘দীপা ম্যাজিক’, রূপোজয়ীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীররিও-তে ফের ‘দীপা ম্যাজিক’। তবে এবার কর্মকার নয়, দীপা মালিক দেশকে গর্বিত করলেন। প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে রুপো জিতলেন দীপা মালিক। শট পাট ইভেন্টে পদক জিতলেন দীপা। দীপার সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। ট্যুইটে দীপা মালিককে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। এই নিয়ে প্যারালিম্পিকে এখনও পর্যন্ত ১টি সোনা, ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ জিততে সফল ভারত।১০. সাগরে ডায়েরিয়ায় আক্রান্ত প্রায় ১৫০জনস্বাস্থ্য কারিগরি দফতরের সরবরাহ করা জল খেয়ে সাগরে ডায়েরিয়ায় আক্রান্ত প্রায় দেড়শো মানুষ। এদের মধ্যে রয়েছে বেশ কিছু মহিলাও। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।