১. গুরুদাসপুর সীমান্তে অনুপ্রেবশ রখতে গুলি চালাল BSF
সোমবার ভোরবেলা গুলি আওয়াজ শুনতে পাওয়া যায় গুরদাসপুরের বিএসএফ পোস্টের কাছে ৷ দোরাংলা গ্রামে অপরিচিত আনাগোনা দেখে সন্দেহ হয় ৷ অনুপ্রবেশের চেষ্টা করছিল আট থেকে দশজন। বিএসএফ আধিকারিক জানিয়েছেন সন্দেভাজনদের দেখতে পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ ৷ অনুপ্রবেশের সন্দেহে বিএসএফের তল্লাশি অভিযান ৷ আগে থেকেই গ্রামে ঢুকে পড়ে সন্দেহভাজনরা ৷ এমনটাই অনুমান বিএসএফ কর্তাদের ৷
২. বারামুলায় সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, খতম ২ জঙ্গি
উরি হামলার দু’সপ্তাহ পর ফের সেনা ক্যাম্পে জঙ্গি হামলা ৷ রবিবার রাতে বারামুলার জাঁবাজপোরা সেনা ও BSF ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। হামলা চালায় ৭ আত্মঘাতী জঙ্গি ৷ রাত ১০টা ২৩ মিনিটে শুরু গুলি বর্ষণ ৷ ঘটনায় এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে ৷ বেশ কয়েকজন আহত হয়েছে ৷ সেনা বাহিনীর গুলিতে খতম ২ জঙ্গি ৷ এলাকা ঘিরে রেখেছে সেনা-পুলিশ-BSF ৷ হেলিকপ্টারে চলছে তল্লাশি ৷ গতকাল রাতেই রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেন BSF-এর ডিজি ৷ জঙ্গি হামলায় আহত হয়েছেন ২ BSF জওয়ান ৷
৩. ফের শহরের উপকণ্ঠে অস্ত্র কারখানার হদিশ
ফের শহরের উপকণ্ঠে অস্ত্র কারখানার হদিশ। এক মাসের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগরেই দ্বিতীয় অস্ত্র কারখানার হদিশ মিলল। পাচুর এলাকায় অস্ত্র কারখানা থেকে উদ্ধার চল্লিশটি অসম্পূর্ণ সেভেন এমএম ও নাইন এমএম পিস্তল। গ্রেফতার এক।
৪. বাঁকুড়ায় প্রতিবেশীকে লাঠি দিয়ে পিটিয়ে খুন, ধৃত ১ সিভিক ভলেন্টিয়ার
প্রতিবেশীকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ৷ প্রথমে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ও পরে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় ওই ব্যক্তিকে ৷ ইন্দপুর থানার হরিশচন্দ্রপুরের ঘটনা ৷ ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম পীযূষ মণ্ডল ৷ সোমবার ধৃতকে গ্রেফতার করেছে ইন্দপুর থানার পুলিশ ৷
৫. ছত্তীসগঢ়ে সস্ত্রীক জওয়ানের রহস্যমৃত্যু
সিআইএসএফ জওয়ানের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ ফ্ল্যাটের মধ্যে থেকে C.I.S.F জওয়ান, তার স্ত্রী ও সাত মাসের কন্যা সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷ এই অস্বাভাবিক মৃত্যু কে ঘিরে দানা বেঁধেছে রহস্যও।
৬. প্যারিসের হোটেলে আক্রান্ত কিম, অল্পের জন্য প্রাণরক্ষা
অল্পের জন্য প্রাণরক্ষা কিম কার্ডাশিয়ানের ৷ রবিবার রাতে প্যারিসের একটি হোটেলে দুই বন্দুকবাজ তার উপর বন্দুক তাক করে ৷ দু’জনে পুলিশের পোশাক পরে ও মুখ কালো কাপড় দিয়ে ঢেকে ছিল বলে জানা গিয়েছে ৷
৭. লালবাতি লাগানো গাড়ি পিষে দিল ২ পথচারীকে
ফের মহানগরে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত ২ ৷ মিন্টো পার্কে দ্রুত গতিতে ১ টি গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে ৷ ২ পথচারী রাস্তা পারাপার করছিলেন সেই সময় পিষে দিল বেপরোয়া গাড়ি ৷ জানা গিয়েছে লালবাতি লাগানো গাড়ি দু’জনকে রাস্তায় পিষে দিয়ে চলে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছছে শেকসপিয়র থানার পুলিশ ৷
৮. নিউটাউনে পরিচারিকা খুনে চাঞ্চল্যকর তথ্য
পরিচারিকাকে খুনের পর নিজেই থানায় আত্মসমর্পণ করলেন বৃদ্ধ ৷ রবিবার ঘটনাটি ঘটেছে নিউটাউনের একটি বহুতলে ৷ অভিযুক্ত ব্যক্তির নাম সুব্রত দালাল (৭২) ৷ নিহত মহিলার শরীরে একাধিক ক্ষত চিহ্ন ছিল ৷ শাবল দিয়ে মারধর করে খুন করা হয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ ৷ পুলিশের কাছে নিজেই তার অপরাধ স্বীকার করেন সুব্রতবাবু ৷ সেখানেই তিনি সমস্ত ঘটনাটি জানান ৷ উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য
৯. মালদহে মহিলাকে বিবস্ত্র করে মারধর
মালদহে মহিলাকে বিবস্ত্র করে মারধর ৷ বাঁশ দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ ৷ জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জের ৷ হরিশ্চন্দ্রপুরের দৌলতনগরের ঘটনা ৷ মালদহ মেডিক্যালে ভর্তি মহিলা ৷ তদন্তে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷
১০. বিষমদে মৃত্যু ঠেকাতে পুজোর মুখে পুলিশি অভিযান
বিষমদে মৃত্যু ঠেকাতে পুজোর মুখে পুলিশি অভিযান ৷ তমলুকের কাঁকটিয়ায় মদের ঠেক ও জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ ৷ একাধিক মদের ভাঁটি ভাঙল পুলিশ ৷ নষ্ট করা হল প্রায় ৫০০ লিটার চোলাই মদ গ্রেফতার করা হয়েছে ৩ জন মদ বিক্রেতাকে ৷ বেআইনি মদ বিক্রির অভিযোগে পুলিশি অভিযান ৷ গোটা জেলা জুড়ে পুজোর আগে অভিযান চলবে ৷ জানিয়ছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Best Top 10 News, ETV News Bangla, Top 10 news