#কলকাতা: বাংলা না রেল...সুদীপ তুমি কার ? রেলওয়েজ কি সুদীপ চট্টোপাধ্যায়কে ট্রায়ালে ডাকবে ? না কি বাংলা-রেল সমঝোতায় রেহাই পাবেন সুদীপ ? এখনও রেলের তরফে ডাক আসেনি। কিন্তু এলে.... কী করবেন সুদীপ ? নো টেনশন। কোনও ভাবেই বাংলা ছাড়বেন না বাগুইআটির বাঁহাতি। প্রয়োজনে বিকল্প ব্যবস্থা ভাবতে তৈরি সুদীপ।
৫৭ জনকে ডাকা হয়েছে। তার মধ্যে ভাইজ্যাগে রেলের ট্রায়ালে যোগ দিয়েছেন ৩৫ জন। সুদীপের মতো অনেকেই ট্রায়ালে আসেননি। দলের কোচ পঙ্কজ বোরা, সঞ্জীব সান্যালরা এখনই কোনও রিপোর্ট দেননি। দু’জনেই আপাতত দল গোছাতে ব্যস্ত। ট্রায়াল শেষে দিল্লি পৌঁছবে রেল দল। তারপর রেল বোর্ডের নতুন কর্তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সূত্রের খবর, নো অবজেকশন সার্টিফিকেট (NOC) নেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট। রেলও ট্রায়াল শেষ করে সেদিনই রাজধানী পৌঁছবে। সেক্ষেত্রে সুদীপের এনওসি নেওয়ার সময়সীমা আর থাকছেই না। এটুকুই বাঁচোয়া।
রিপোর্টার: ঈরন রায় বর্মন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Cricket, Cricket, Sudip Chatterjee, সুদীপ চট্টোপাধ্যায়