#কলকাতা: কলকাতায় এল বাংলাদেশ পুলিশ। র্যাবের এক কর্তা নেতৃত্বে গুলশন হামলার তদন্তে কলকাতায় এলেন বাংলাদেশের তদন্তকারীরা । আইএস জঙ্গি মুসাকে জেরা করতেই শহরে এসেছেন প্রতিবেশী দেশের গোয়েন্দারা ।
গুলশান হামলায় স্পষ্ট জেএমবি যোগ। আইএসের সঙ্গে জেএমবি এবং এরাজ্যের যোগ খুঁজতেই এখানে এসেছেন বাংলাদেশের তদন্তকারীরা। এর আগে গত মাসের ১৯ তারিখ ঢাকা সরকারিভাবে জানিয়ে দেয়, গুলশন হামলার সঙ্গে যোগ রয়েছে এ রাজ্যের ৷ ধৃত আইএস জঙ্গি মুসাও গুলশন হামলার পরিকল্পনায় যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ গোয়েন্দাদের ৷
এনআইএ কর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের কর্তারা। মঙ্গলবার IS জঙ্গি সন্দেহে ধৃত মুসাকে হেফাজতে চেয়ে আবেদন করবে NIA ৷ হেফাজতে পেলে আজ থেকেই মুসাকে জেরা করা শুরু করবে NIA ৷ দেশে বসে বাংলাদেশের JMB জঙ্গিদের সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ NIA-এর মাধ্যমেই মুসার থেকে তথ্য নিতে পারেন বাংলাদেশ গোয়েন্দারা ৷
ঢাকা গুলশানের জঙ্গি হামলার মূল চক্রী হিসেবে ওপারের গোয়েন্দারা চিহ্নিত করেছেন ‘বাংলার বাঘ-২’ নামে এক জঙ্গি নেতাকে ৷ বর্ধমান থেকে আটক আইএস জঙ্গি মুসা ওরফে মসিউদ্দিনকে জেরার সময়ও এই ‘বাংলার বাঘ-২’ এর নাম উঠে এসেছিল ৷ তাই মুসাও এই হামলার সম্বন্ধে কি জানত সেটা জানতে চায় গোয়েন্দারা ৷ একইসঙ্গে বাংলার বাঘ-২ কে চিহ্নিত করতেও মুসার থেকে তথ্য চায় র্যাব ৷
মুসাকে দিয়ে বাংলার বাঘ২-এর স্কেচ আঁকিয়ে তাঁকে খোঁজার পরিকল্পনা আগেই করেছেন গোয়েন্দারা ৷ গোয়েন্দাদের হাতে আসা তথ্য অনুযায়ী, মুসার একদিকে ছিল সিরিয়া ও আফগানিস্তানের আইএস যোগ, অন্যদিকে ছিল বাংলাদেশের জামাত-উল-মুজাহিদিন যোগ। এবার বাংলার বাঘ২-কে হাতে পেলেও জট ছাড়ানো যাবে জঙ্গি জালের অন্য সুতোগুলোর ৷
এর আগেই এপারের গোয়েন্দারা এই তথ্য জানিয়েছিলেন যে, ঢাকা গুলশন হামলার বিস্ফোরণের সঙ্গে খাগড়াগড়ে বিস্ফোরণে মিল রয়েছে ৷ খাগড়াগড়ে জামাতের ডেরায় যারা বিস্ফোরক বানাচ্ছিল তাদের হাত রয়েছে ঢাকার গুলশনের হামলায়। এপারে আইএস জালের অপারেটর বাংলার বাঘ২ এবং গুলশন হামলার মূল চক্রী একই লোক, সে সম্পর্কে কড়া তথ্য প্রমাণ খুঁজছে দুই দেশের গোয়েন্দারা ৷
গত ১ জুলাই ঢাকার অভিজাত গুলশন এলাকার এক রেস্তোরাঁয় হামলা চালায় আইএস জঙ্গিরা ৷ বছরের ১৯-এর ভারতীয় মেয়ে তারিশি জৈন সহ ২০ জন পণবন্দিকে কুপিয়ে খুন করে জঙ্গিরা ৷ জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় বাংলাদেশ গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানীর ওসি সালাউদ্দিনের ৷ যদিও ১৩ মিনিটের অপারেশন থান্ডারবোল্ট-এর মাধ্যমে রেস্তোরাঁকে জঙ্গিমুক্ত করে সেনা ৷ ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় মোট নয় জন জঙ্গি ৷ সেনার গুলিতে নিহত হয় ছয় জঙ্গি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh Police, Delhi Water Crisis, Dhaka Gulshan Attack, Dhaka Terror Attack, ISIS, Linkman Mussa, Mussauddin, NIA, RAB