#কলকাতা: ভারত-বাংলাদেশ সম্পর্কে যোগ হল নতুন মাত্রা। ‘আলফা’ গোষ্ঠীর সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া ওরফে গোলাপ বারুইকে বুধবার বাংলাদেশ সরকার তুলে দিল ভারতের হাতে।
আসাম ও উত্তর পূর্ব ভারতে সন্ত্রাসের জাল বিস্তার এবং বহু অপরাধমূলক কার্যকলাপের অভিযোগে অভিযুক্ত চেটিয়া। ১৭ বছর ধরে ঢাকার জেলে বন্দী সে ৷ বহুদিন ধরেই ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম অর্থাৎ আলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়ার কাস্টডি পাওয়ার চেষ্টা চালাচ্ছিল সিবিআই। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের পরই বরফ গলে। বন্দী হস্তান্তরে উদ্যোগী হয় বাংলাদেশ সরকার। অবশেষে বুধবার অনুপ চেটিয়া এবং তার দুই সঙ্গী লক্ষ্মীপ্রসাদ গোস্বামী এবং বাবুল শর্মাকে বাংলাদেশ সরকার কাশিমপুর সংশোধনাগার থেকে ভারতীয় দূতাবাসের আধিকারিক এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেয়।
সমস্ত কাগজপত্র ঠিক থাকলে আজই ভারতে আনা হবে চেটিয়াকে। তবে গুয়াহাটি না দিল্লি, কোথায় তাঁকে নিয়ে যাওয়া হবে, এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।আসাম মুখ্যমন্ত্রী তরুণ গগৈ অনুপের প্রত্যার্পণ-এর প্রতিক্রিয়ায় বলেছেন- ‘চেটিয়ার ধরা পড়াটা আমাদের কাছে ভাল খবর। সিবিআই কাস্টাডি নিয়ে আমার কোনও আপত্তি নেই। এটা কোনও রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিরোধের ব্যাপার নয়।’ প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৭ সালে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এবং নানা সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপের অভিযোগে ঢাকার মহম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় অনুপকে। চেটিয়া বাংলাদেশের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলে সরকার তা প্রত্যাখ্যান করে। অবশেষে প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপে অনুপ চেটিয়াকে ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। ২৫ অক্টোবর ছোটা রাজনের গ্রেপ্তারের পর বুধবার চেটিয়ার প্রত্যার্পণ আন্তর্জাতিক বন্দী হস্তান্তরের ক্ষেত্রে ভারতের দ্বিতীয় বড় সাফল্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anup Chetia, Bangladesh, CBI