দীপেন্দুদের হারাল অ্যাটলেটিকো দি কলকাতা

কলকাতায় প্রথম প্র্যাকটিস ম্যাচে দীপেন্দু বিশ্বাস একাদশকে ৪-০ হারাল আটলেটিকো দে কলকাতা।

  • Last Updated :
  • Share this:

    অ্যাটলেটিকো দি কলকাতা: ৪

    দীপেন্দু বিশ্বাস: ০

    #কলকাতা:  স্পেনে এতদিন প্রি-সিজন ক্যাম্প করার পর কিছুদিন আগেই শহরে ঢুকে পড়েছে অ্যাটলেটিকো দি কলকাতা ৷ রবিবার এই শহরে এবছরের প্রথম প্র্যাকটিস ম্যাচটাও খেলে ফেললেন হিউমরা ৷ আর প্রথম ম্যাচেই দুর্বল দীপেন্দু বিশ্বাস একাদশকে ৪-০ গোলে হারাল গতবারের সেমিফাইনালিস্টরা ৷  এদিনের ম্যাচটি ছিল ক্লোজড ডোর প্র্যাকটিস ম্যাচ ৷

    Photo 2

    কলকাতায় প্রথম প্র্যাকটিস ম্যাচে জয় পেয়ে স্বভাবতই চনমনে মেজাজে রয়েছে আটলেটিকো দি কলকাতা শিবির। গোল করলেন পস্তিগা, হিউম, জুয়ান বেলেঙ্কোসো ও বিক্রমজিৎ সিং। ম্যাচ পর কোচ জোসে ফ্রান্সিসকো মলিনা জানিয়েছেন, ‘‘ ২ অক্টোবর প্রথম ম্যাচে নামার আগে এখন অনেক কম্বিনেশন ঘুরিয়ে ফিরিয়ে দেখা হচ্ছে ৷ এখনও অনেক বিষয় ফুটবলারদের উন্নতি করতে হবে ৷ কিছু ভুলত্রুটি চোখে পড়ছে। সেগুলো শুধরে নিই। তার পর প্রথম ম্যাচের টিম নিয়ে ভাবব।’’

    এ দিকে, আইএসএল শুরুর মুখে বারাসতে আবাসিক ফুটবল অ্যাকাডেমি শুরু করতে চলেছে এটিকে। যার পরামর্শদাতা হিসেবে থাকছেন অ়ঞ্জন চৌধুরী। অনূর্ধ্ব-১৪ থেকে ২১ ফুটবলার বাছা হয়েছে। অ্যাকাডেমির প্রশিক্ষণের জন্য এক জন দক্ষিণ আফ্রিকান কোচও পুরো সময়ের জন্য থাকতে পারেন।

    First published:

    Tags: ATK, Atletico de Kolkata, Closed Door Practice, Dipendu Biswas, Practice Match