অ্যাটলেটিকো দি কলকাতা: ৪
দীপেন্দু বিশ্বাস: ০
#কলকাতা: স্পেনে এতদিন প্রি-সিজন ক্যাম্প করার পর কিছুদিন আগেই শহরে ঢুকে পড়েছে অ্যাটলেটিকো দি কলকাতা ৷ রবিবার এই শহরে এবছরের প্রথম প্র্যাকটিস ম্যাচটাও খেলে ফেললেন হিউমরা ৷ আর প্রথম ম্যাচেই দুর্বল দীপেন্দু বিশ্বাস একাদশকে ৪-০ গোলে হারাল গতবারের সেমিফাইনালিস্টরা ৷ এদিনের ম্যাচটি ছিল ক্লোজড ডোর প্র্যাকটিস ম্যাচ ৷
কলকাতায় প্রথম প্র্যাকটিস ম্যাচে জয় পেয়ে স্বভাবতই চনমনে মেজাজে রয়েছে আটলেটিকো দি কলকাতা শিবির। গোল করলেন পস্তিগা, হিউম, জুয়ান বেলেঙ্কোসো ও বিক্রমজিৎ সিং। ম্যাচ পর কোচ জোসে ফ্রান্সিসকো মলিনা জানিয়েছেন, ‘‘ ২ অক্টোবর প্রথম ম্যাচে নামার আগে এখন অনেক কম্বিনেশন ঘুরিয়ে ফিরিয়ে দেখা হচ্ছে ৷ এখনও অনেক বিষয় ফুটবলারদের উন্নতি করতে হবে ৷ কিছু ভুলত্রুটি চোখে পড়ছে। সেগুলো শুধরে নিই। তার পর প্রথম ম্যাচের টিম নিয়ে ভাবব।’’
এ দিকে, আইএসএল শুরুর মুখে বারাসতে আবাসিক ফুটবল অ্যাকাডেমি শুরু করতে চলেছে এটিকে। যার পরামর্শদাতা হিসেবে থাকছেন অ়ঞ্জন চৌধুরী। অনূর্ধ্ব-১৪ থেকে ২১ ফুটবলার বাছা হয়েছে। অ্যাকাডেমির প্রশিক্ষণের জন্য এক জন দক্ষিণ আফ্রিকান কোচও পুরো সময়ের জন্য থাকতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATK, Atletico de Kolkata, Closed Door Practice, Dipendu Biswas, Practice Match