কলকাতায় এবছর আইএসএল হওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে

মাঠের যা হাল তাতে অক্টোবর-নভেম্বর মাসে আইএসএল ম্যাচ আয়োজন করা খুবই কঠিন ৷ যুবভারতীতে এবছর আইএসএল ম্যাচ হওয়ার কোনও সম্ভাবনা প্রায় নেই ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে এবছর কলকাতায় আইএসএল ম্যাচ হওয়ার কোনও সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ৷ কারণ অবশ্যই যুবভারতী ক্রীড়াঙ্গন ৷ যে মাঠ এখন প্রস্তুত হচ্ছে আগামী বছরের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য ৷

    মাঠের যা হাল তাতে অক্টোবর-নভেম্বর মাসে আইএসএল ম্যাচ আয়োজন করা খুবই কঠিন ৷ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসেরও যা ইঙ্গিত, তাতে যুবভারতীতে এবছর আইএসএল ম্যাচ হওয়ার কোনও সম্ভাবনা প্রায় নেই ৷ এবছর কলকাতায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার কথা থাকলেও  ১ অক্টোবর সেই সম্ভাবনা এখন বিশ বাঁও জলে ৷

    ক্রীড়ামন্ত্রীর কথায়, ‘‘ কলকাতা দলের কর্তাদের সঙ্গে আলোচনায় বসব। তাঁদের বোঝাব সমস্যার কথা। স্টেডিয়াম তো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে সেখানে আইএসএল হবে কী করে?’’

    অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য অনেকদিন ধরেই বন্ধ যুবভারতী ৷ মাঠের অবস্থাও এখন খুব খারাপ ৷ ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে গ্যালারির একাংশ ৷ আই লিগ, ডার্বি-সহ অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হয়নি। যার ফলে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান। এখন আইএসএলের জন্য মাঠ ভাড়া দিলে প্রবল সমালোচনার মুখে পড়তে হবে রাজ্য সরকারকে। কোনও কারণে মাঠের ক্ষতি হলে সরে যেতে পারে যুব বিশ্বকাপের ম্যাচও। তাতে বিশ্ব দরবারে মুখ পুড়বে বাংলার। এই অবস্থায় রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে নারাজ। এর জন্য অবশ্যই সমস্যায় পড়েছেন এটিকে ফ্র্যাঞ্চাইজি কর্তারা ৷ বিকল্প ভেন্যু এরাজ্যে বলতে শুধু শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ৷ সেখানে পরিকাঠামো খুবই খারাপ ৷ তাই হোম ম্যাচ গুলির জন্য এখন অন্য রাজ্যের মাঠগুলির খোঁজখবরে নেমেছেন এটিকে কর্তারা ৷

    First published:

    Tags: ATK, Atletico de Kolkata, Indian Super League, ISL, ISL 2017, Opening Ceremony, Saltlake Stadium, Yuvabharati Krirangan