#কলকাতা:আজ অলিম্পিকে বাংলার বাজি অতনু দাস। রিও’র মঞ্চে বাঙালির তিরন্দাজের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার লি সিয়াঙ। ব্যক্তিগত ইভেন্টে ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় প্রি-কোয়ার্টার ফাইনাল খেলবেন অতনু।
তিনি শখের ব্রেক ডান্সার। স্ট্যাম আর কয়েন জমানো তাঁর নেশা। বরাহনগরের অতনু দাসের পথ চলা বারোশো টাকার বাঁশের ধনুক হাতে। চোদ্দ বছর বয়সে তাঁর হাতে এই ধনুক তুলে দিয়েছিলেন বাবা অমিত দাস। এর অনেক পরে ভারতের এই তিরন্দাজের হাতে এসেছিল ফাইবারের অস্ত্র। এই দিয়েই জয় করেছিলেন রাজ্য থেকে দেশ।
তাঁর এই উত্থান চোখে পড়েছিল টাটা অ্যাকাডেমির। বাবা অমিত দাসের কাছ থেকে অতনুকে চেয়ে নিয়েছিলেন লিম্বা রাম। যার ফসল আজ রিও অলিম্পিক। চার বছর আগে লন্ডন মিস হয়ে গিয়েছিল। ব্রাজিলে তিনি এখনও ভারতের আশা। চাপা টেনশন আর উৎকন্ঠা নিয়েই দাস পরিবার শুক্রবারও টেলিভিশনের সামনে বসবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Atanu Das, India In Rio 2016, Olympics 2016, Rio Olympics 2016