#কলকাতা: কানহাইয়া কুমার ৷ জেএনইউ এই ছাত্র নেতা দু’বছর আগে ভারতীয় রাজনীতিতে তুফান তুলেছিল ৷ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল দিল্লির মসনদের গেরুয়া রাজনীতিকে ৷ নতু প্রজন্মের ‘আইডল’ হিসেবে পরিচিত সেই কানহাইয়া কুমারকে নিয়ে মঙ্গলবার অগ্নিগর্ভ হয়ে উঠল যাদবপুর চত্বর ৷
ন’মাস পর ফের এরাজ্যে কানহাইয়া কুমার ৷ আজ, সোমবার মেদিনীপুরে দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি। 'ভারত বাঁচাও ভারত বদলাও' এই স্লোগান-কে সামনে রেখে দেশ জুড়ে 'লং মার্চ' এর ডাক দিয়েছে সিপিআই-এর ছাত্র যুব সংগঠন। কন্যাকুমারী থেকে হোসেনিওয়ালা পর্যন্ত হবে এই মার্চ। গত ১৫ জুলাই শুরু হওয়া এই মার্চ বা র্যালি আজ এসে পৌঁছয় পশ্চিম মেদিনীপুর-এ।
সোমবার দুপুর ১২ টার কিছু আগে ওড়িশা সীমানা পেরিয়ে সোনাকোনিয়া হয়ে পশ্চিম মেদিনীপুরে ঢোকে এই র্যালি। তারপর দাঁতন, বেলদা, খড়্গপুর হয়ে র্যালি ঢোকে মেদিনীপুরে । সেখানের স্পোর্টস কমপ্লেক্স-এ আয়োজিত দলীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানহাইয়া। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ায় রোহিত ভেমুলা মৃত্যু কান্ডে আন্দোলনের জোয়ার বইয়ে দেওয়া জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা এই কানহাইয়া কুমার।
অন্যদিকে এদিন কানহাইয়াকে দেশদ্রোহী আখ্যা দিয়ে মেদিনীপুর শহরে গো ব্যাক স্লোগান দিতে থাকে বিজেপির যুব-কর্মীরা। দেখানো হয় কালো পতাকাও ৷ সুযোগ পেয়ে অভিজিৎ মাইতি নামে হিন্দু সংহতির এক যুবক কানহাইয়ার মুখে কালিও ছিটিয়ে দেয় বলে অভিযোগ। হাতের কাছে পেয়ে তাকে বেধাড়ক মারধর করে সিপিআই সমর্থকেরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abvp, Kanhaiya Kumar, Kolkata