মমতার শপথ অনুষ্ঠানে তিন রাজ্যের মুখ্যমন্ত্রী

শুক্রবার রেড রোডের খোলা মঞ্চে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়। মঞ্চ বাঁধার কাজ শেষ। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশকর্তারা। রাত পোহালেই সেই ঐতিহাসিক মুহূর্ত। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের তিন রাজ্যের মুখ্যমন্ত্রীও ৷ তাঁরা হলেন বিহারের নীতিশ কুমার, উত্তর প্রদেশের অখিলেশ যাদব এবং দিল্লির অরবিন্দ কেজরিবাল ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: শুক্রবার রেড রোডের খোলা মঞ্চে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়। মঞ্চ বাঁধার কাজ  শেষ। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশকর্তারা। রাত পোহালেই সেই ঐতিহাসিক মুহূর্ত। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের তিন রাজ্যের মুখ্যমন্ত্রীও ৷ তাঁরা হলেন বিহারের নীতিশ কুমার, উত্তর প্রদেশের অখিলেশ যাদব এবং দিল্লির অরবিন্দ কেজরিবাল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত না থাকলেও তাঁর প্রতিনিধি তিন ক্যাবিনেট মন্ত্রী থাকছেন শুক্রবারের অনুষ্ঠানে ৷ তাঁরা হলেন, অরুণ জেটলি, সুরেশ প্রভু এবং বেঙ্কাইয়া নাইডু ৷   থাকছেন ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও ৷

    DSC_1822

    এদিন রাজভবনে রাজ্যপালকে মন্ত্রীদের তালিকা জমা দেওয়ার পর সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘কোনও কার্ড ছাড়াই শপথ অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন সকলে ৷ প্রায় ২০ হাজার আসনের ব্যবস্থা রয়েছে ৷ আগে এলে আগে বসতে পারবেন ৷ এই শপথ অনুষ্ঠান আমজনতার জন্যও ৷ তাই রেড রোডে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ ’’  শপথ অনুষ্ঠানের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে বলে  জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই ৷

    বৃহস্পতিবার  ডগ স্কোয়াড নিয়ে পুলিশকর্মীরা গোটা এলাকা ঘুরে দেখেন। নিরাপত্তার বন্দোবস্ত খতিয়ে দেখেন ডিসি সাউথ মুরলীধর শর্মা। সভাস্থলে আসেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও এলাকা পরিদর্শন করেন।

    পুলিশি নিরাপত্তা থাকবে ত্রিস্তরীয়। দু’হাজার পুলিশ মোতায়েন করা হবে। এদিন দুপুরের আগেই প্রধান মঞ্চের কাঠামো তৈরির কাজ শেষ হয়ে যায়। শেষ হয় মঞ্চ সাজানোর কাজও। এই মঞ্চের দু’পাশে থাকবে আরও দুটি মঞ্চ। মঞ্চের সামনে সাংসদ বিধায়কদের বসার জায়গা করা হয়েছে । তার পিছনে সাধারণ মানুষের জন্য চেয়ার পাতা থাকবে। এছাড়াও দু’পাশের ছাউনিতে জনতার বসার জায়গা করা হয়েছে । বিশিষ্ট অতিথিরা ইস্টার্ন কমান্ডের দিক থেকে সভাস্থলে ঢুকবেন। মূল মঞ্চের পিছনে একটি তাঁবু খাটানো হয়েছে। শপথ অনুষ্ঠানের পর সেখানে বিশ্রাম ও খাওয়াদাওয়ার আয়োজন থাকবে অতিথিদের জন্য।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথে চাঁদের হাট বসছে রেড রোডে। দেশ-বিদেশের অতিথিরা আসতে শুরু করেছেন কলকাতায়। ঐতিহাসিক ক্ষণের জন্য কাউন্টডাউন তাই শুরু হয়ে গিয়েছে ।

    First published:

    Tags: Akhilesh Yadav, Arvind Kejriwal, Chief Ministers, Kolkata, Mamata Banerjee, NITISH KUMAR, Oath Taking Ceremony, Red Road, Tshering Tobgay, West Bengal Assembly Election 2016