#নয়াদিল্লি: বার্জেস না চেন্নাই। কে খেলবে এবার আই লিগ ? এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আগামীকাল আই লিগের রূপরেখা তৈরি করতে চলেছেন কর্তারা। ইঙ্গিত যা তাতে এক লিগ নিয়ে আলোচনার সম্ভাবনা কম। ৭ জানুয়ারি থেকে শুরু এবারের আই লিগ।
তৃতীয় ইন্ডিয়ান সুপার লিগ মন ভরাতে পারেনি। তাই ভারতীয় ফুটবল তাকিয়ে এখন আই লিগের দিকে। গত বছরের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি এই বছর এএফসি কাপের ফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছে। তাই ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া আই লিগকে ঘিরে আরও প্রত্যাশা বাড়ছে। কর্তারাও চাইছেন এই লিগকে আরও আধুনিক করতে। তাই বুধবার দিল্লির ফুটবল হাউজে নেওয়া হতে পারে একগুচ্ছ সিদ্ধান্ত ৷
সিদ্ধান্তের সম্ভাবনা -------------- দশ থেকে ১২ দলে আই লিগের উপর সিলমোহর ফ্র্যাঞ্চাইজি-সহ ক’টা নতুন দল নেওয়া হবে ডেম্পো ও সালগাওকরের ভাগ্য নির্ধারণ এশিয়া কোটা থাকবে নাকি বন্ধ করে দেওয়া হবে
এই বছরের আই লিগ দশ না ১২ দলের হবে ? তা নিয়ে এই বৈঠকে সিলমোহর পড়তে পারে। দরপত্র তোলা ফ্র্যাঞ্চাইজি দল গুলির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে আলোচনা হতে পারে। এই বৈঠকেই সিদ্ধান্ত হয়ে যাবে এবারের আই লিগে গোয়ার দুই দল সালগাওকর এবং ডেম্পো থাকবে কী না। চারজন করে বিদেশি থাকলেও এশিয়া কোটার ফুটবলার রাখা যাবে কী না, তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আলোচনা হতে পারে অনুর্ধ্ব-২২ ফুটবলারদের পুরো ম্যাচে খেলানোর নিয়ম নিয়ে। তবে আই লিগ কমিটির বৈঠকের আগে ইঙ্গিত যা তাতে এক দেশ এক লিগ নিয়ে এই বৈঠকে আলোচনার সম্ভাবনা কম।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AIFF, Football Federation, Future, I-League, আই লিগ