#কলকাতা: চিকিৎসায় গাফিতলির অভিযোগে জুনিয়র চিকিৎসককে হেনস্থার অভিযোগ। গতকাল রাতে উত্তেজনা ছড়াল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে।
এমারজেন্সিতে রোগীদের চিকিৎসা করছিলেন ইন্টার্ন তনিমা চক্রবর্তী। অভিযোগ সেই সময় চিকিৎসায় গাফিলতির অভিযোগে তাঁর উপর চড়াও হন রোগীর আত্মীয়রা। জুনিয়র চিকিৎসককে মারধর, শ্লীলতাহানির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
ঘটনার জেরে কাজ বন্ধ করে দেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় বেনিয়াপুকুর থানার পুলিশ। থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত জুনিয়র চিকিৎসক তনিমা চক্রবর্তী। অভিযোগের ভিত্তিতে সন্দেভাজন দু’জনকে আটক করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agitation at hospital, Junior Doctors, Junior Doctors Attacked