#কলকাতা: রেড রোডে জনগণের মঞ্চে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর আজ বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী ৷ বেলা ৩টে থেকে শুরু হবে শপথগ্রহণ ৷ শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার জটু লাহিড়ী ৷
বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও শপথ নেবেন ৷ শনিবার বিধানসভায় শপথ নেবেন কলকাতা সহ ৫ জেলার বিধায়করা শপথ বাক্য পাঠ করবেন ৷ সূত্রের খবর, কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার বিধায়করা শপথ নেবেন বিধানসভায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Mamata Banerjee, Oath Taking Ceremony, Red Road, Vidhan sabha, West Bengal Assembly Election 2016