#কলকাতা: সোমবার বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আবদুল মান্নানের নাম ঘোষণা করল AICC ৷ বিরোধী দলনেতা কে হবে তাই নিয়ে শুক্রবার কংগ্রেস হাইকমান্ডের মতামত নেওয়া হয় ৷
কংগ্রেস এবার বিধানসভার প্রধান বিরোধী দল। কংগ্রেসের পরিষদীয় দলনেতা যিনি হবেন, তিনিই মন্ত্রীর সমমর্যাদাসম্পন্ন বিরোধী দলনেতার পদ পাবেন। মহম্মদ সোহরাব আগের বিধানসভায় পরিষদীয় দলনেতা ছিলেন। তিনি হেরে যাওয়ায় ওই পদ নিয়ে টানাপোড়েন শুরু হয়।
বিরোধী দলনেতার পদে আব্দুল মান্নান, মানস ভুঁইয়া, আবু হেনার নাম উঠে আসে। সর্বসম্মতিতে নেতা বাছাইয়ের সম্ভাবনা না থাকায় সভানেত্রী সোনিয়া গান্ধি এআইসিসি প্রতিনিধিদের কলকাতায় পাঠান। অম্বিকা সোনি ও সিপি জোশীর তত্ত্বাবধানে অভূতপূর্ব পদ্ধতিতে নেতা বাছাইয়ের প্রক্রিয়া চলে।
মুখ বন্ধ খামে মতামত নেন অম্বিকা সোনি ও সিপি জোশি ৷ অধিকাংশ বিধায়কের ভোটই যায় চাঁপদানি কেন্দ্রের বিধায়ক আবদুল মান্নানের দিকে ৷ সেই অনুযায়ী অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এদিন আবদুল মান্নানকে বিরোধী দলনেতা ঘোষণা করে ৷
অন্যদিকে, নতুন বিরোধী দল নেতা আবদুল মান্নান, বিধানসভার অভ্যন্তরেও জোটের ওপরই ভরসা রাখতে চান ৷ বিরোধী দলনেতার পদ পাওয়ার পর প্রতিক্রিয়ায় মান্নান জানান, ‘সকলকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৷ ভারসাম্য বজায় রাখতে কোনও অসুবিধা হবে না ৷ পথ চলতে চলতে নতুন পথ তৈরি হবে ৷ কলকাতা-দিল্লির দূরত্ব দূর করা হবে ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abdul Mannan, Assembly, Congress, Opposition Leader