?>
corona virus btn
corona virus btn
Loading

তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে ভাঙন বাম-কংগ্রেসে

তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে ভাঙন বাম-কংগ্রেসে

তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে বড়সড় ভাঙন ধরল বামফ্রন্ট ও কংগ্রেস দলে ৷

  • Share this:

#কলকাতা: তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে বড়সড় ভাঙন ধরল বামফ্রন্ট ও কংগ্রেস দলে ৷ বৃহস্পতিবার, ২১ শে জুলাইয়ের মঞ্চে বহু নেতা-নেত্রীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে আরও একবার বড়সড় ভাঙন বাম- কংগ্রেসে।

দলবদলে  সামিল বিধায়ক থেকে কাউন্সিলররা। একুশের মঞ্চকে সাক্ষী রেখেই তৃণমূলে যোগ দিলেন সিপিএম-কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা। এমনকী, দলবদলের ঠেলায় কালিয়াগঞ্জ পুরবোর্ডও চলে এল তৃণমূলের দখলে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের প্রতি আস্থাতেই নিজের দল ছেড়ে তৃণমূল যোগ দিলেন বলে দাবি করেছেন দলত্যাগী জনপ্রতিনিধিদের।

দলবদলের ঝড়়ে বেসামাল বিরোধীরা ৷ একুশের মঞ্চে হাজির বাম-কংগ্রেস বিধায়করা। এদিন তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়ার বিষ্ণপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য। আরও বড় চমক দীপালি সাহা। শাসকদলে নাম লেখাতে এদিন হাজির হয়েছিলেন মালদার গাজোলের সিপিএম বিধায়ক দীপালি সাহা।

একুশের সভাতেই ভাঙন ধরল দীপা দাসমুন্সির গড় কালিয়াগঞ্জে ৷ উপপুরপ্রধান কার্তিক পালের নেতৃত্বে  তৃণমূলে যোগ দেন কালিয়াগঞ্জের ৭ কাউন্সিলর। এর ফলে খাসতালুক কালিয়াগঞ্জের পুরসভা এবার তৃণমূলের দখলে চলে এল ৷ কংগ্রেসের বাকি ৬ কাউন্সিলরকে নিয়ে শাসকদলে যোগ দিতে তৈরি পুরপ্রধানও। কালিয়াগঞ্জ পুরসভার ১৭টি আসনের মধ্যে ৯টি আসন এখন তৃণমূলের দখলে, ১টি সিপিএম ও কংগ্রেসের দখলে ৭টি ৷

শহীদ মঞ্চেই খড়্গপুরের পাঁচজন কংগ্রেস কাউন্সিলর ও পুরুলিয়া পুরসভার দু’জন কাউন্সিলরও যোগ দিয়েছেন তৃণমূলে।

ট্র্যাডিশন মেনেই একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগদানের পালা বিরোধীদের। আরও একবার বড়সড় ভাঙন বাম- কংগ্রেসে।প্রতিবছরই শহীদ তর্পণের মঞ্চে কিছু না কিছু চমক অপেক্ষা করেই থাকে ৷ এবারের চমকে রীতিমতো বেকায়দায় বঙ্গের বিরোধীরা ৷

First published: July 21, 2016, 6:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर