#বারুইপুর: অনেক বছরের টালবাহানার পর শেষমেশ বুধবার বের হয় টেটের ফল ৷ আর এই টেটের ফলই প্রাণ কেড়ে নিল বারুইপুরের এক গৃহবধূর ৷ টেটের রেজাল্ট দেখে ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যার পথ বেছে নিলেন ২৮ বছর বয়সি সঙ্গীতা মণ্ডল !
সঙ্গীতার স্বামীও স্কুল শিক্ষক ৷ পাঁচ বছর আগে প্রেম করেই বিয়ে করেছিল সজল মণ্ডলের সঙ্গে ৷ টেট পরীক্ষায় বসেছিলেন সঙ্গীতা ৷ কিন্তু টেটের ফল প্রকাশ নিয়ে টালবাহানায় প্রত্যেক দিনই দুশ্চিন্তায় ভুগতেন তিনি ৷ শেষমেশ টেটের ফল বের হলেও, দুশ্চিন্তা কমল না সঙ্গীতার ৷ টেটের ফলে সঙ্গীত সফল হতে পারল না ৷ সেই দুঃখেই বেছে নিলেন আত্মহত্যার ফল ৷
বৃহস্পতিবার সকালবেলা স্বামী সজল স্কুলের জন্য বেরিয়ে গেলে, সঙ্গীতার ঘরেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে শশ্বুর গোপিনাথ মণ্ডল ৷ বারুইপুর থানার পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায় ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata, Suicide, TET Examination, TET problem, TET Result, TET Result Out, TET Verdict