ফের বাধার মুখে শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

ফের আইনি ফাঁসে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৷ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে নতুন করে আরও একটি মামলা দায়ের হল হাইকোর্টে ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: ফের আইনি ফাঁসে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৷ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে নতুন করে আরও একটি মামলা দায়ের হল হাইকোর্টে ৷ মঙ্গলবার শিক্ষক নিয়োগের সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন কর্মরত শিক্ষকরা ৷ তাদের দাবি, আপার প্রাইমারি ও মাধ্যমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগের যোগ্যতা মান নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ সেই নিয়ে কোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা করলেন কর্মরত দুই শিক্ষক ৷

    রাজ্যে বহুদিন ধরে বাধাপ্রাপ্ত শিক্ষক নিয়োগ ৷ বিতর্ক ও আইনি ফাঁস পেরিয়ে সদ্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার ৷ শিক্ষা দফতরের লক্ষ্য, বছর শেষ হওয়ার আগে সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ সম্পূর্ণ করবে রাজ্য ৷

    এই সরকারি ঘোষণায় নতুন করে আশার আলো দেখছিলেন চাকরিপ্রার্থীরা ৷ কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় ফের ঘনিয়েছে আশঙ্কার মেঘ ৷ হাইকোর্টে এদিন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হয়েছে একটি মামলা ৷

    গত ২৩ সেপ্টেম্বর রাজ্যে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট অর্থাৎ http://www.westbengalssc.com -এ সাইটে প্রকাশিত হয় ৷ বিজ্ঞপ্তি অনুসারে গত ২৪ তারিখ থেকে অনলাইনে উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণদের আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গিয়েছে, চলবে ৩ অক্টোবর পর্যন্ত ৷

    আরও পড়ুন

    শুরু হল প্রাথমিকে নিয়োগ, বাড়ল শূন্যপদের সংখ্যা

    এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই আপত্তি তুলেছেন দুই কর্মরত শিক্ষক প্রশান্ত মিস্ত্রি ও সৌরভ সাহা ৷ তাদের অভিযোগ, বিজ্ঞপ্তি কর্মরত শিক্ষকদের যে যোগ্যতামান বর্ণিত হয়েছে তাতে ধোঁয়াশা রয়েছে ৷ তাই মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে অনুমতি নিয়ে হাইকোর্টে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছে এই দুই কর্মরত শিক্ষক ৷ এই মামলার শুনানি হবে ২৮ সেপ্টেম্বর ৷

    আরও পড়ুন

    কী প্রক্রিয়ায় হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ? দেখে নিন

    এর ফলে ফের উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের থমকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ এই মুহূর্তে সরকারি হিসেব অনুযায়ী আপার প্রাইমারিতে ১৪,০৮৮ জন শিক্ষকের পদ শূন্য এবং মাধ্যমিক স্তরে ১০,২৩৩ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে ৷ ফলে এই মামলার জেরে ২৪৩২১ শিক্ষক নিয়োগ বাধাপ্রাপ্ত হবে ৷

    ইতিমধ্যেই প্রাথমিক টেট নিয়েও দায়ের হওয়া একটি মামলা ঝুলে রয়েছে হাইকোর্টে ৷

    আরও পড়ুন

    ফের মামলার ফাঁসে আটক টেট, থমকে যাবে প্রাথমিকে নিয়োগ ?

    বহুদিন ধরে আইনি ফাঁসে আটকে ছিল উচ্চ প্রাথমিকের টেটের ফল ৷ ১৪ সেপ্টেম্বর আদালতের রায়দানের একঘণ্টার মধ্যেই নজিরবিহীন ভাবে উচ্চ প্রাথমিকে টেটের ফল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন ৷ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয় কলকাতা আপার প্রাইমারির টেটের ফল ৷ http://www.westbengalssc.com ওয়েবসাইটে ৫ লক্ষ ৪৩ হাজার পরীক্ষার্থীর রেজাল্ট আপলোড করা হয় ৷ কিন্তু রেজাল্ট প্রকাশিত হলেও তাতে সফল পরীক্ষার্থীদের পরিসংখ্যান স্পষ্ট হয়নি ৷

    আরও পড়ুন

    প্রকাশিত হল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, দেখে নিন পরীক্ষার খুঁটিনাটি

    ফল প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই টেটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে নতুন করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷  বিচারপতি সি এস কারনানের বেঞ্চে মামলকারী চিন্ময় দলুই রিভিউ পিটিশন দাখিল করেন ৷ সেই মামলার শুনানিতে রাজ্যকে মোট কত পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছিল, কত জন পাস করেছে এবং একইসঙ্গে কত জন প্রশিক্ষিত পরীক্ষার্থী ও কত জন প্রশিক্ষণহীন পরীক্ষা দিয়েছিলেন,তাদের পাসের পরিসংখ্যান সংক্রান্ত তথ্য রাজ্যকে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সিএস কারনান ৷

    আরও পড়ুন

    অপ্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরও ন্যায্য সুযোগ দেবে SSC-এর নয়া বিধি

    গত ১৯ সেপ্টেম্বর রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রিপোর্ট দিয়ে জানায়, পরীক্ষায় বসেছিলেন প্রায় ২২ লক্ষ চাকরিপ্রার্থী ৷ প্রশিক্ষিত ও প্রশিক্ষণহীনদের পরিসংখ্যান এখনই দেওয়া অসুবিধের ৷ টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের পরই পরিসংখ্যান স্পষ্ট করতে পারবে রাজ্য ৷ এই রায়ে অসন্তুষ্ট মামলাকারীরা স্থগিতাদেশ চেয়ে ফের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন ৷

    এই মামলা চললেও আদালতের তরফ থেকে নতুন কোনও নির্দেশ না আসায় পূবের্র নির্দেশানুযায়ী ২৬ সেপ্টেম্বর প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷

    First published:

    Tags: Calcutta High Court, Case, Teachers Appointment, Upper Primary Teachers Appointment, Upper Primary Teachers Appointment Notification