#কলকাতা: উৎকণ্ঠিত শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সুখবর ৷ সোমবার বিধায়সভায় দাঁড়িয়ে সমস্ত স্তরে শিক্ষক নিয়োগ সম্পন্ন হওয়ার তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৷
পার্থবাবু এদিন বলেন, চলতি বছরের ১৫ মার্চের মধ্যে রাজ্যের সবস্তরে শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে
প্রাইমারি শিক্ষকের শূন্য পদে প্রায় ৪২ হাজার চাকরিপ্রার্থীর তালিকা ইতিমধ্যেই প্রকাশিত ৷ প্রতিশ্রুতি মতোই প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ ৷ এবার পালা বাকি স্তরের বিপুল পরিমাণ শূন্যপদে শিক্ষক নিয়োগ ৷
বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নের উত্তরে এদিন স্পষ্টভাবে শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, প্রতিশ্রুতি মতোই ৭২ হাজার শিক্ষকের শূন্যপদে শীঘ্রই নিয়োগ শেষ করবে রাজ্য সরকার ৷ প্রাথমিকের পর এবার পালা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ফল প্রকাশের ৷ পার্থ চট্টোপাধ্যায় জানালেন, কোর্টের স্থগিতাদেশ থাকায় ফল প্রকাশ করা যাচ্ছে না ৷ স্থগিতাদেশ সরলেই প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্তরের মেধাতালিকা ৷ ১৫ মার্চের মধ্যে নিয়োগ সম্পন্ন করবে উচ্চশিক্ষা দফতর ৷
এদিন মামলাকারীদের উদ্দেশ্য শিক্ষামন্ত্রী আর্জি জানিয়ে বলেন, ‘যাঁরা মামলা করছেন,তাঁদেরকে বলছি, আলোচনা করুন ৷ মামলা করে নিয়োগে ব্যাঘাত ঘটাবেন না ৷ যাঁরা আদালতে যাচ্ছেন ৷ তাঁরা উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন ৷’
৩১ জানুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে কাউন্সেলিং এবং নিয়োগ প্রক্রিয়াও। এবার রাজ্যের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতেও নতুন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করতে চায় রাজ্য সরকার।
-- উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মোট ৩০ হাজার শিক্ষক নিয়োগ-- প্রাথমিক মিলিয়ে রাজ্যে মোট ৭২ হাজার শিক্ষক নিয়োগ-- ১৫ মার্চের মধ্যে শেষ হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া-- চলতি মাসে শেষ হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগউচ্চ-প্রাথমিকের শিক্ষক নিয়োগ কবে সম্পন্ন হবে? প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ-প্রাথমিকের শূন্যপদেও আগামী মাসের মধ্যেই সমস্ত সফল পরীক্ষার্থীরা কাজে যোগ দিতে পারবেন ৷
দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে এখন রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নতুন শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ব্যস্ততা। শিক্ষামন্ত্রীর দাবি, আর্থিক সঙ্কটের কারণেই একবারে সব শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করা যাচ্ছে না। হাইকোর্টের নির্দেশ ও রাজ্য স্কুল শিক্ষা দফতরের বিধি মতো উঁচু ক্লাসের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও প্রশিক্ষিত প্রার্থীদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Education Minister, Education Minister Partha Chatterjee, Higher Secondary Teachers Appointment, Partha Chatterjee, Secondary Teachers Appointment, Teachers Appointment, Upper Primary Teachers Appointment