#কলকাতা: সকাল হতে না হতেই রঙিন হয়ে উঠল শহর ৷ সোয়েটার, মাফলার, কোট-জ্যাকেট গায়ে তুলে দে ছুট ! ট্রামে-বাসে ভিড় ৷ অফিস টাইমেই উৎসবের মেজাজে শহরবাসী ৷ বর্ষশেষের আনন্দে মেতে উঠতে সকাল থেকে ব্যস্ত গোটা তিলোত্তমা ৷ ভিক্টোরিয়া, ময়দান, মিলেনিয়াম পার্ক, চিড়িয়াখানা, মিউজিয়াম, নন্দন, মোহরকুঞ্জ-র চত্বর জুড়ে তুমুল হাসি, হুল্লোড়, গানের সুর, আড্ডার শোরগোল ৷ কফির কাঁপে ধুয়ো উড়িয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া ৷
বাঘের খাঁচায় বাঘের কারসাজি, কিংবা গাছের ডালে হনুমান ৷ হাতির পিঠে ছোট্ট শিশুর মিষ্টি হাসি ৷ সব মিলিয়ে উৎসবের মেজাজে গোটা শহর ৷ উপচে ভরা ভিড় নিকো পার্ক, ইকোপার্ক, অ্যাকোয়টিকাতেও ৷ তবে শুধু বিনোদন পার্কেই নয়, আশেপাশের ছোট্ট মাঠ, কিংবা বন্ধুর বাড়ির ছাদ ৷ সব্বাই মত্ত পিকনিকে ৷ খাওয়া-দাওয়া, দেদার আড্ডা, গান, নাচ, খেলাধূলোয় বর্ষশেষের উৎসবে তিলোত্তমা সেজে উঠেছে নানা রঙে ৷ পার্কস্ট্রিটের পাঁচতারা থেকে চায়না চাউনের রেস্তোরাঁ, সকাল থেকেই তৈরি বর্ষবরণের উৎসবে মজে উঠতে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Celebration, End of 2015, Kolkata, New year celebration, New Year Party