২১-এর প্রস্তুতি, কলকাতা জুড়ে কড়া নিরাপত্তা

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা:২১ জুলাই শহিদ দিবসে কড়া নিরাপত্তার ঘেরাটোপে শহর। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় নামানো হচ্ছে প্রচুর পুলিশ। রাস্তায় নেমে পরিস্থিতির দিকে নজর রাখবেন পুলিশের পদস্থ কর্তারা। দিনভর শহরে নিষিদ্ধ পণ্যবাহী যান চলাচল।

    ২১ জুলাই তৃণমূলের সভা ঘিরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে ২৫০০০ পুলিশ। রাস্তায় থাকবেন ডিসি পদমর্যাদার ১৯ জন অফিসার। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে রাস্তায় নামবেন যুগ্ম ও অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদার অফিসাররা।

    আরআর অ্যাভেনিউ, ওয়াই চ্যানেল, বিবি গাঙ্গুলি স্ট্রিট ও গ্র্যান্ড হোটেলের সামনে লাগানো হবে জায়েন্ট স্ক্রিন ৷ সেখান থেকেই অনুষ্ঠান দেখতে পাবেন সাধারণ মানুষ। রেঞ্জার্স গ্রাউন্ড, বঙ্গবাসী, শহিদ মিনার, গঙ্গাসাগর মেলা কমপ্লেক্স, আউটট্রাম ঘাট, হেস্টিংস বাজার ও টাউন ক্লাব সহ ১৭টি জায়গা চিহ্নিত হয়েছে পার্কিংয়ের জন্য।

    ২১ জুলাই সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। এছাড়া ভিক্টোরিয়া-হেস্টিংস চত্বর, এজেসি বোস, হেস্টিংস চৌমাথা-ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাসুরিনা অ্যাভেনিউ, লাভারস লেনে নো পার্কিং জোন হিসাবে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ।

    নিরাপত্তা জোরদার করতে থাকবে হেভি রেডিও ফ্ল্যাইং স্কোয়াডের গাড়ি। শহরের ১৪টি জায়গায় রাখা হবে ১৮টি অ্যাম্বুল্যান্স। ১০টি মেট্রো স্টেশনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে। ঘোষণার জন্য থাকছে ৬টি পাবলিক অ্যাড্রেস সিস্টেম।

    First published:

    Tags: 21 July, 21 July Sahid Dibas, Kolkata Security, Preparation