#কলকাতা:একে করোনা জেরে টেকা মুশকিল হয়ে যাচ্ছে। তার ওপর প্রতিদিন দেশে কিছু না কিছু লেগেই আছে। তার মধ্যে সামান্য বাসি বিরিয়ানির জন্য যে কেউ কাউকে মারতে পারে, এবং শুধু মারা না, মানুষটা মরেও যেতে পারে, তা সত্যিই ভাবনাতীত। তবে এমন ঘটনাই ঘটেছে কলকাতার গাঙ্গুলি বাগানে।
৪৮ বছরের বউদি ফ্লাগুনি বসু তাঁর ননদ ও ননদের ছেলেকে বিরিয়ানি খেতে দেয়। খাবার সময় তাঁরা বুঝতে পারে বিরিয়ানিটা বাসি। তখনই ঝামেলা শুরু হয়। তবে সে সময় ঝামেলা থেমে গেলেও। পরে আবার নতুন কারণে গণ্ডগোল বাধে। ননদের ছেলে বমি করতে শুরু করে। তবে বিরিয়ানি খাওয়ার জন্য কিনা তা জানা যায়নি। সে একবার বমি করায় ননদ রেগে গিয়ে বউদিকে যা তা কথা শোনাতে থাকে।
শুধু তাই নয়, রাগের মাথায় গায়ে হাত তোলে ৪৮ বছরের মহিলা। সে সময় অজ্ঞান হয়ে যান ফাল্গুনি দেবী। তাঁকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানিয়েছেন, হার্ট অ্যাটাকে প্রাণ গিয়েছে ভদ্র মহিলার। রাস্তাতেই মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ ননদকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Biriyani], Heart Attack, Kolkata, Sister in low