Home /News /kolkata /
Kolkata Nor'westers: অবশেষে শনিবাসরীয় সন্ধ্যায় কলকাতায় মরশুমের প্রথম কালবৈশাখী ও স্বস্তির বৃষ্টি

Kolkata Nor'westers: অবশেষে শনিবাসরীয় সন্ধ্যায় কলকাতায় মরশুমের প্রথম কালবৈশাখী ও স্বস্তির বৃষ্টি

পূর্বাভাসকে সত্যি করে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ সাক্ষী থাকল এই মরশুমের প্রথম কালবৈশাখীর

পূর্বাভাসকে সত্যি করে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ সাক্ষী থাকল এই মরশুমের প্রথম কালবৈশাখীর

Kolkata Nor'westers: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগেই ছিল৷ সেই পূর্বাভাসকে সত্যি করে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ সাক্ষী থাকল এই মরশুমের প্রথম কালবৈশাখীর৷

 • Share this:

  কলকাতা : অবেশেষ কলকাতার উপরে বয়ে গেল বহু প্রত্যাশিত কালবৈশাখী৷ আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগেই ছিল৷ সেই পূর্বাভাসকে সত্যি করে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ সাক্ষী থাকল এই মরশুমের প্রথম কালবৈশাখীর৷

  হাওয়া অফিসের রেকর্ড বলছে, শনিবার সন্ধ্যা ৭ টা ২৩ মিনিটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে যায় ঝড়৷ ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৬৪ কিলোমিটার৷ এর ফলে সাময়িক স্বস্তি মিলল অসহনীয় গরম তাপপ্রবাহ থেকে৷

  আরও পড়ুন : তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা কি থাকছেন প্রশান্ত কিশোর? জবাব দিলেন মমতা

  তবে উত্তরবঙ্গের মতো ঝড়বৃষ্টি যে এ বার দক্ষিণবঙ্গেও আসতে চলেছে, সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল বৃস্পতিবারই৷ শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়৷ তবে কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল ছিটেফোঁটা৷ শহরবাসীর আরও বৃষ্টির আশা পূর্ণ হল শনিবাসরীয় সন্ধ্যায়৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহারের উপর দিয়ে উত্তরবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে৷ পাশাপাশি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পও প্রবেশ করতে শুরু করেছে৷ এর ফলেই ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল৷ এ বার তাপপ্রবাহ ও গ্রীষ্মের তীব্র দাবদাহ কমবে বলে মনে করা হচ্ছে৷

  আরও পড়ুন :  দামের ঝাঁঝে সর্ষেকে পিছনে ফেলল সাদা তেল! সূর্যমুখীর ডবল সেঞ্চুরি, পাল্লা দিচ্ছে সয়াবিন

  রবি ও সোমবার ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির শিলাবৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। হতে পারে কালবৈশাখীও। একইসঙ্গে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনাও দেখা দিয়েছে৷ দীর্ঘ দিন ধরে তাপপ্রবাহে পুড়তে থাকা কলকাতাবাসী আপাতত স্বস্তিতে কালবৈশাখীর ধারাস্নানে৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Weather Forecast

  পরবর্তী খবর