#কলকাতা: দোল বা হোলি মানেই শহর-গ্রাম সর্বত্রই গরমের তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকে ৷ যদিও এখন আবহাওয়ার গতি-প্রকৃতি আগের তুলনায় অনেকাংশেই বদলে গিয়েছে ৷ গরম পড়ার অনেক আগের থেকেই ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে ওঠেন শহরবাসী ৷ আবার বসন্তেও হয় অকাল-বর্ষণ ৷ গত কয়েকদিনের বৃষ্টির পর কলকাতা ও তার আশপাশের অঞ্চলের তাপমাত্রা এখন অনেকাংশেই কমে গিয়েছে ৷ ফলে দোল এবং হোলির দিন বেশ ঠাণ্ডার আমেজই অনুভব করা যাচ্ছে শহরে ৷
আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৬ ডিগ্রির আশপাশে ৷ স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম ৷ আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পাশাপাশি দক্ষিণ বঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ৷ বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, নদিয়া এই চার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ৷ আগামী ২-৩ দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Holi, Kolkata, Kolkata Weather, কলকাতা আবহাওয়া রিপোর্ট