#কলকাতা: দুপুর থেকেই কালো মেঘে ঢেকে গিয়েছে গোটা কলকাতার আকাশ ৷ ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু ৷ আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল কলকাতায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু ৷ আর এই মৌসুমি বায়ুর প্রভাবেই বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়৷
তবে আলিপুর আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাস অনুযায়ী, শুধু কলকাতাতেই নয়, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদীয়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও সিকিমেও ঢুকল মৌসুমি বায়ু ৷ আর এর জেরেই শুরু প্রবল বৃষ্টিপাত ৷
বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। ক্রমশ উত্তর ও পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর ৷
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি ৷ সিকিমজুড়ে সতর্কতা জারি হয়েছে ৷ অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিঙ, কোচবিহার, জলপাইগুড়িতেও ৷ আলিপুরদুয়ারেও অতিভারী বৃষ্টির সতর্কতা ৷ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মালদহ, দুই দিনাজপুরেও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।