• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ফের নিম্নচাপ, বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে গোটা গাঙ্গেয় পঃবঙ্গ

ফের নিম্নচাপ, বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে গোটা গাঙ্গেয় পঃবঙ্গ

File Photo

File Photo

 • Share this:

  #কলকাতা: ফের নিম্নচাপের জের ৷ বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাতের কবলে পড়তে চলেছে কলকাতাসহ গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ৷

  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে গাঙ্গেয় পঃবঙ্গে বৃষ্টি ৷ শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস ৷ কলকাতা-সহ হাওড়া, হুগলিতে বৃষ্টি ৷ বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনায়৷

  বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুরেও ৷ মধ্য-উঃ বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ

  হাওয়া অফিস জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ৷ আজ রাতেই মৎস্যজীবীদের ফিরতে নির্দেশ ৷ ১৯-২১ সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের ৷

  First published: