#কলকাতা: কখনও মেঘলা, কখনও রোদ ৷ ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী ৷ তবে শুক্রবার সকালে হঠাৎ বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও, খুব একটা আনন্দ পাওয়ার মতো খবর একেবারেই দিচ্ছে না আবহাওয়া অফিস৷
আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ ৷ আর যার কারণে, বাতাসে মিশছে জলীয়বাস্প ৷ যার জন্যই তৈরি হচ্ছে ভ্যাপসা ৷ আর এই হঠাৎ বৃষ্টি? এতো সাময়িক ৷ সকাল থেকে মেঘলা থাকলেও, দিন বাড়তেই গরম বাড়বে ৷ দক্ষিণবঙ্গের অবস্থা মোটামুটি এরকমই ৷ কয়েক জায়গায় অবশ্য বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
সঙ্গে আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Weather Report, Rain