#কলকাতা: বুধবার সকালে ফের ভাসতে চলেছে কলকাতা ৷ আগামী ২ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ ভারী বৃষ্টির পূর্বাভাস হাওড়া, হুগলিতে ৷ ভারী বৃষ্টির পূর্বাভাস দুই ২৪ পরগনায় ৷ পাশপাশি দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
আরও পড়ুন: কলেজ স্ট্রিট থেকে বই কিনে ফিরছিলেন, কিন্তু মাঝেরহাটের ব্রিজ আর পার করা হল না সৌমেনের
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।