#কলকাতা: নিম্নচাপের প্রভাবে ওড়িশায় ভারীবৃষ্টির পূর্বাভাস ৷ ওড়িশা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা প্রভাব ক্রমশ প্রকট হচ্ছে ৷ রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷ আগামি কয়েকদিন চলবে বৃষ্টি ৷ আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা ৷ বিপর্যয় মোকাবিলা দফতরের সতর্কবার্তা৷ ওড়িশা উপকূল ও পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ৷ এর প্রভাবে ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ এর প্রভাবে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস ৷
আরও পড়ুন: Asian Games: ইতিহাস নীরজের, সোমবার সোনা জিতলেন জ্যাভলিনে
নিম্নচাপ অক্ষরেখা ক্রমশ প্রকট হচ্ছে ৷ ফলে জলীয় বাষ্প ঢুকছে এরাজ্যেও । সেই অক্ষরেখার জেরে ওড়িশার পাশাপাশি এরাজ্যেও বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷ আগামী ২৪ ঘণ্টায় আরও গভীর হবে নিম্নচাপ ৷ নিম্নচাপের জেরে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ যার ফলে আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷
আরও পড়ুন: রাজ্যে পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে দফায় দফায় হিংসা, মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা মমতার
নিম্নচাপ তৈরি হওয়ার ফলে উত্তাল হতে পারে সমুদ্রও ৷ তাই মৎসজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ আর যারা সমুদ্রে রয়েছেন ৷ তাদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ৷ উপকূলরক্ষীবাহিনীকেও সতর্ক করা হয়েছে ৷ যাতে পর্যটকেরা সমুদ্রে না নামেন ৷ সেই কারণে চলছে কড়া নজরদারি ৷
আরও পড়ুন: আয়ের বিচারে ভোডাফোনকে টপকে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা জিও
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।