#কলকাতা: দক্ষিণবঙ্গ-সহ কলকাতায় স্বস্তির আবহ তৈরি করে দিয়ে গেল কালবৈশাখী। পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় ৷ সেই সঙ্গে কমল পারদ ৷
বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি এবং শিলাবৃষ্টি দক্ষিণের হাপিত্যেশ বাড়িয়েছিল। কালবৈশাখী সেই আফশোস খানিকটা কাটল।
কলকাতায় সেভাবে ঝড়-বৃষ্টি না পেলেও ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ঝড়-বৃষ্টি ভালমতো হয়েছে। দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে হয়েছে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি।
তবে মঙ্গলবার আর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই ৷ দিনভর পরিষ্কার থাকবে আকাশ ৷ ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বাড়বে ৷ আজও কলকাতার পারদ স্বাভাবিকের নীচে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
অন্যদিকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পঙে ৷ বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারে ৷ জলপাইগুড়িতেও আজ বৃষ্টির সম্ভাবনা ৷
বিহার ও ওড়িশায় তৈরি নিম্নচাপ অক্ষরেখার জেরে বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে ৷ এর জেরেই রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প ৷ ফলে প্রায় রোজই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Weather Forecast, Rainfall