#কলকাতা: নিম্নচাপ ঘনীভূত হলে সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে, পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ পূর্বাভাস অনুযায়ী,শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভাড় ৷ আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহওয়া দফতরের। আজ দিনভর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে।
বাংলাদেশ-মণিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত ৷ ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশা সংলগ্ন এলাকায় ৷ ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কলকাতায় দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে ৷ বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৷ ঝড়-বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনায় ৷ ঝড়-বৃষ্টির সম্ভাবনা হাওড়া, পূঃ মেদিনীপুরে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।