Home /News /kolkata /
সকাল থেকে আকাশ মেঘলা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে আকাশ মেঘলা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

File Photo

File Photo

বসন্তে বৃষ্টির ভ্রুকুটি। উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

 • Share this:

  #কলকাতা: বসন্তে বৃষ্টির ভ্রুকুটি। উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও সকাল থেকে মেঘলা আকাশ। দু'এক পশলা বৃষ্টিও হয়েছে। তবে শহরে দিনভর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাবেই মেঘলা আকাশ। রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। তবে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। উল্টে কোনও কোনও জেলায় তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৩৫ ডিগ্রি পেরোতে পারে বলেও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি ৷ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ৷ শীত উধাও হয়েছে বেশ কয়েকদিন হল ৷ এর মধ্যেই আবার বৃষ্টির পূর্বাভাস রাজ্যে ৷ আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী উত্তরবঙ্গের পাঁচ ও দক্ষিনবঙ্গের চার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  First published:

  Tags: Kolkata Weather Forecast, Rainfall

  পরবর্তী খবর